1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নয়নশীল দেশগুলি টিকা পাচ্ছে না, সরব গুতেরেস

১৩ মে ২০২১

সব দেশে করোনার টিকা ঠিক মতো বন্টন করা হচ্ছে না। অভিযোগ তুললেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল।

https://p.dw.com/p/3tKcb
আন্তোনিও গুতেরেস
ছবি: Maxim Shemetov/Pool/AP/picture alliance

করোনা টিকার সরবরাহ নিয়ে সরব হলেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস। তার বক্তব্য, গোটা পৃথিবীতে করোনা যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে টিকার উৎপাদন অন্তত দ্বিগুণ হওয়া উচিত। শুধু তাই নয়, তার বক্তব্য, প্রতিটি দেশের মধ্যে টিকার সরবরাহও সমান হওয়া উচিত। করোনার দ্বিতীয় ধেউয়ে আক্রান্ত বহু দেশেই টিকা পাওয়া যাচ্ছে না। অথচ পশ্চিমা দেশগুলি অতিরিক্ত টিকা হাতে নিয়ে বসে আছে।

বুধবার রাশিয়ায় সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন গুতেরেস। সেখানেই এ বিষয়ে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য, পশ্চিমা দেশগুলি এখন করোনা থেকে অনেকটাই মুক্ত। সেখানে টিকাকরণও অনেকটাই এগিয়ে গেছে। প্রবীণদের টিকাকরণের পরে এখন ছোটদের টিকাকরণ শুরু হয়েছে। বহু দেশেই প্রথম ডোজ দেওয়া প্রায় শেষ। তা সত্ত্বেও বিপুল পরিমাণ টিকা নিয়ে তারা বসে আছে। আর যে দেশগুলি করোনার দ্বিতীয় ঢেউয়ে হাবুডুবু খাচ্ছে, সেখানে টিকা পাওয়া যাচ্ছে না।

গুতেরাসের বক্তব্য, ''এটা হতে পারে না। টিকার বন্টন সমান ভাবে হওয়া উচিত। সকলে যাতে টিকা পায়, সে দিকে নজর দেওয়া উচিত।'' গুতেরাস জানিয়েছেন, টিকার উৎপাদনও দ্বিগুণ হওয়া প্রয়োজন। নইলে সকলকে টিকা দেওয়া সম্ভব নয়।

সম্প্রতি ডাব্লিউটিও-র বৈঠকে ভারত এবং দক্ষিণ আফ্রিকা করোনায় ব্যবহৃত ওষুধ এবং টিকার উপর থেকে মেধাসত্ত্ব তুলে দেওয়ার অনুরোধ করেছিল। বিশ্বের ১০০টি দেশ তা সমর্থন করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রও তা সমর্থন করেছিল। গুতেরেস বিষয়টিকে সমর্থন করেছেন। যদিও বহু ওষুধ প্রস্তুতকারক সংস্থা এর বিরোধিতা করছে। তাদের বক্তব্য, এ কাজ করলে পরবর্তীকালে বিপদ হতে পারে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)