1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নয়নশীল মুসলিম দেশের নেতারা আজ আবুজায় কথা বলবেন

৮ জুলাই ২০১০

নাইজিরিয়ার রাজধানীতে শুরু হচ্ছে উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন ডি-৮'এর সম্মেলন৷ সদস্য দেশগুলির মধ্যে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজিরিয়া, পাকিস্তান ও তুরস্কের সরকার প্রধানরা সম্মেলনে বক্তব্য রাখবেন৷

https://p.dw.com/p/ODpJ
ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদছবি: AP

নাইজিরিয়ার রাজধানীতে শুরু হয়েছে উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন ডি-৮'এর সম্মেলন৷ সদস্য দেশগুলির মধ্যে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজিরিয়া, পাকিস্তান ও তুরস্কের সরকার প্রধানরা সম্মেলনের মূল পর্বে বক্তব্য রাখছেন৷

আটটি উন্নয়নশীল মুসলিমদেশের নেতারা এখন আবুজায়৷ ডি এইট এর এবারের এই বৈঠককে মূলত সরকার প্রধানরা দেখছেন বাণিজ্য বৃদ্ধির একটি সুন্দর প্লাটফর্ম হিসাবে৷ সম্মেলনের লক্ষ্যও একই৷ আর তাই এই নেতারা সম্মেলনের মূল পর্বে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য দ্বিগুণ করতে একমত হয়েছেন বলেই জানাচ্ছেন সরকারি কমর্কর্তারা৷ ১৯৯৭ সালে গঠিত হয় এই গোষ্ঠী৷ সম্মেলনের স্বাগতিক এবং বর্তমান সভাপতি তেল সমৃদ্ধ দেশ নাইজিরিয়ার প্রেসিডেন্ট ড. গুডলাক এবেলি জনাথান কেবল সরকারের একার পক্ষে লক্ষে এগুনো সম্ভব নয়, তাই নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা নিতে হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়েই৷

কিন্তু দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তিতে এখনো ছয়টি দেশের অনুমোদন আসেনি৷ ইরান এবং মালয়েশিয়া সরকার কেবল চুক্তিটি অনুমোদন করেছে৷ ফলে ২০১১ সাল থেকে এই চুক্তির কার্যকারিতা শুরুর বিষয়ে প্রশ্ন থেকেই গেছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি না হওয়ার প্রধান কারণ হিসাবে বাড়তি ট্যারিফকেই বাধা হিসাবে উল্লেখ করেছেন৷ তিনি বাণিজ্য বাধা সৃষ্টিকারী এই সব কর তুলে নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন৷

এই সম্মেলনে যোগ দিতে এখন আবুজায় রয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ৷ বুধবার রাতে স্থানীয় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তাঁর স্বভাবসুলভ ভাবেই , মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বৈরাচার বলে উল্লেখ করেছেন৷ একই সঙ্গে তিনি ইসরায়েলের উপর কষাঘাতেরও আহ্বান জানিয়েছেন৷ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন, ‘তারা স্বঘোষিত বিশ্ব নেতা৷ আর এ ধরণের নেতারা যে স্বৈরাচার হয়, সে বিষয়টি সকলকেই জানতে হবে৷' তিনি বলেছেন, ‘বিশ্বে স্বৈরাচারের দিন শেষ হয়ে গেছে৷'

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাইজিরিয়ার প্রেসিডেন্ট ড. গুডলাকের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া, পাটজাত সামগ্রী এবং সিরামিক ও হিমায়িত খাদ্যসহ বাংলাদেশের মানসম্পন্ন পণ্য আমদানির পাশাপাশি আইটি বিশেষজ্ঞ, চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবীদের নিয়োগ দেয়ার আহ্বান জানিয়েছেন৷

বাংলাদেশে নাইজিরিয়ার দূতাবাস প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট শেখ হাসিনাকে বলেন, তার সরকার দু'দেশের মধ্যে সহযোগিতা আরো সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশে দূতাবাস খোলার বিষয় সক্রিয়ভাবে বিবেচনা করছে৷

বৈঠককালে শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ ও নারীর ক্ষমতায়ন এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন৷

উল্লেখ্য, ৮টি উন্নয়নশীল মুসলিম দেশকে নিয়ে ১৯৯৭ সালে গঠিত হয় ডি-৮ (উন্নয়নশীল-৮) গোষ্ঠী৷ গত ৪ঠা জুলাই থেকে শুরু হয়েছে এই সম্মেলন৷ আজ মূল পর্ব৷ এবং সেখানেই সরকার প্রধানরা ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের ১৩তম অধিবেশনের রিপোর্টের ওপর আলোচনা ও সিদ্ধান্ত নেবেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ