উপস্হাপকদের বাচনভঙ্গি | পাঠক ভাবনা | DW | 17.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

উপস্হাপকদের বাচনভঙ্গি

খবরের পেছনের খবরগুলো ডয়চে ভেলে যেভাবে শ্রোতাদের সামনে তুলে ধরছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য৷ আশা করি ...

আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে৷ মোঃ জাকির হোসেন, জলিরপুর, ঝিনাইদহ, বাংলাদেশ৷

‘মানুষের স্মৃতিশক্তির বারোটা বাজাচ্ছে গুগল’- এই শিরোনামে চমৎকার একটি বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ৷ মানুষের স্মৃতিশক্তির অবক্ষয় হচ্ছে বিভিন্ন কারণে৷ যেমন ছোট একটা যোগ বা বিয়োগ করার জন্য মানুষ ব্যবহার করছে ক্যালকুলেটর৷ মোবাইলে দিয়ে রাখছে অ্যালার্ম আর এসব কারণেই মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার পথে৷ এই প্রতিবেদনটি আমাদের খুব ভালো লেগেছে৷ অমর নাথ ও রুমা দাস৷ গোপালনগর, বর্ধমান, ভারত৷

আপনারা কি আমার কোন চিঠি পড়বেন না পণ করেছেন ? আমি অনেক চিঠি লিখেও কেন উত্তর পাইনি ? আমি বাড়ির সবাইকে সাথে নিয়ে আপনাদের অনুষ্ঠান শুনি৷ রেডিওতে উত্তর শোনার অপেক্ষায় রইলাম৷ মহিউদ্দিন আহমেদ, রঘুনাথপুর, পুরাপাড়া, ভারত৷

আমি অনেকদিন থেকে অনুষ্ঠান শুনছি কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করিনি তাই এই এসএমএস-এর মাধ্যমে তোমাদের শ্রোতা হলাম৷ মোঃ আলমগীর, নীলফামারী, বাংলাদেশ৷

আমি আপনাদের নতুন শ্রোতা, ধাঁধা প্রতিযোগিতায় অংশ নিলাম৷ শুভেচ্ছাসহ রেজাউল করিম, খিয়ারপাড়া, বাংলাদেশ৷

নিয়মিতভাবে অনুষ্ঠান শুনছি এবং অনুষ্ঠান বিষয়ে মতামত, রিসেপসন রিপোর্ট ও ক্লাব তৎপরতার খবর জানাচ্ছি৷ অনুষ্ঠানের বিষয়বস্তু, নিরপেক্ষ সংবাদ, উন্নত রিসেপসন এবং উপস্হাপকদের বাচনভঙ্গির কারণে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে বাধ্য হই৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, ফ্রেন্ডন্স রেডিও ক্লাব, পাটালীর মোর, নওগাঁ, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা৷ প্রথমবার লিখলাম৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত সব পরিবেশনাই ভালো লাগে, বিশেষভাবে ভালো লাগে বিশ্বসংবাদ৷ সবার জন্য শুভেচ্ছা৷ মাহমুদুল হাসান৷ সৈয়দপুর, নিলফামারী, বাংলাদেশ৷