1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উমরাহ পালনকারীদের জন্য খুলছে মক্কা

৮ আগস্ট ২০২১

উমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে আগ্রহীদের আবেদন গ্রহণ করবে দেশটির সরকার৷ সোমবার থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে৷ তবে আবেদনকারীদের অবশ্যই করোনার টিকা নেয়া থাকতে হবে৷

https://p.dw.com/p/3yiYO
Haj und Eid Al Adha 2021
ছবি: Saudi Ministry of Media/REUTERS

করোনা ভাইরাসের কারণে ১৮ মাস বন্ধ রাখার পর বিদেশি মুসল্লিদের উমরাহ পালনের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব৷ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, করোনার টিকাপ্রাপ্তরা ক্রমান্বয়ে মক্কায় উমরাহ পালনে আসতে পারবেন৷ ‘‘হজ ও উমরাহ মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের জন্য উমরাহর আবেদন গ্রহণ শুরুর ঘোষণা দিচ্ছে৷ সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উমরাহ পালনের আবেদনও ক্রমান্বয়ে গ্রহণ করা হবে৷''

ঘোষণা অনুযায়ী, যেসব দেশ থেকে সৌদি আরবে আসা আপাতত নিষিদ্ধ সেসব দেশের টিকা নেওয়া নাগরিকরাও আবেদন করতে পারবেন৷ তবে সৌদিতে পৌঁছানোর পর তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে৷

আবেদনকারীদের নেয়া করোনা টিকা সৌদি সরকারের অনুমোদিত হতে হবে৷ এখন পর্যন্ত ফাইজার-বায়োনটেক, আস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসন, এই চারটি টিকার অনুমোদন দিয়েছে দেশটি৷ আগতদের প্রয়োজনে কোয়ারান্টিনে থাকার শর্তও মানতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷

রোববারের ঘোষণার আগে সৌদিতে বসবাসরত টিকাপ্রাপ্তদেরই শুধু উমরাহ পালনের সুযোগ ছিল৷ গত মাসে অনুষ্ঠিত হজে অংশ নেয়ার অনুমতি পেয়েছিলেন ৬০ হাজার বাসিন্দা৷ সৌদি প্রেস এজেন্সিকে উপ-হজমন্ত্রী আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত বলেন, কোন কোন দেশ থেকে এবং কতজন উমরাহ পালনকারী আসতে পারবেন সেটি নির্ধারণ করতে কাজ করছে সৌদি কর্তৃপক্ষ৷

এর আগে টিকাপ্রাপ্ত বিদেশি পর্যটকদের জন্য ১ আগস্ট থেকে সীমান্ত খোলে মধ্যপ্রাচ্যের দেশটি৷ 

এফএস/আরআর (এএফপি, রয়টার্স)

২২ জুলাইর ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান