1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উল্টো অবস্থানে ব্রাজিল, ইটালি আর স্পেন, উরুগুয়ে

২৪ জুন ২০১৩

ইতিহাস ফিরেও আসে৷ কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে ব্রাজিল-উরুগুয়ে আর স্পেন-ইটালিকে মুখোমুখি হতে দেখে সে কথা মনে পড়বেই৷ ৬৩ বছর আগে বিশ্বকাপ হাতছাড়া হওায়ার কথা ব্রাজিল আর গত বছরই ইউরো হাতছাড়া হওয়ার কথা ইটালি ভুলবে কী করে?

https://p.dw.com/p/18utN
ছবি: GettyImages

এর আগে একবারই বিশ্বকাপের আয়োজক হয়েছে ব্রাজিল৷ ১৯৫০ সালে ফেবারিটও ছিল তারা৷ শেষ ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হতো৷ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ‘আন্ডারডগ' উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যায় তারা৷ তারপর থেকে সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়সহ অনেক সাফল্যের দেখা পেলেও ব্রাজিলকে ৬৩ বছর আগের দুঃসহ স্মৃতি তাড়া করে ঠিকই৷

Confed Cup 2013 Uruguay gegen Tahiti
তাহিতিকে ৮-০ গোলে হারিয়েছে উরুগুয়েছবি: D.Garcia/AFP/GettyImages

বুধবার কনফেডারেশন্স কাপের প্রথম সেমিফাইনালেও করবে৷ ১৯৫০ সালের বিশ্বকাপের মতো উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত লুই ফেলিপে স্কোলারির দল সবগুলো ম্যাচেই খেলেছে দুর্দান্ত৷ ইটালিকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে৷ অন্যদিকে উরুগুয়ে গ্রুপ ‘বি'-তে নিজেদের শেষ ম্যাচে দুর্বল তাহিতিকে ৮-০ গোলে হারিয়ে হয়েছে রানার্স আপ৷ তাই বুধবারের প্রথম সেমিফাইনালে একটাই দেখার বিষয়- ৬৩ বছর আগের প্রতিশোধ ব্রাজিল এবার নিতে পারে কিনা৷

অন্য সেমিফাইনালেও থাকছে হিসেব চুকানোর ব্যাপার৷ গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালে ‘আজ্জুরি'-রা মুখোমুখি হয়েছিল স্পেনের৷ ম্যাচ শেষে স্কোর লাইনটা ছিল লজ্জা পাওয়ার মতো – স্পেন ৪ ইটালি ০! বৃহস্পতিবার সেই লজ্জা ভোলানোর একটা সুযোগ পাচ্ছে ইটালি৷ কিন্তু চোটের কারণে খেলতে পারবেন না স্ট্রাইকার মারিও বালোতেল্লি৷ এ অবস্থায় স্পেনের মতো  দলের বিপক্ষে প্রতিশোধ তো দূরের কথা, আরেকটি ‘বড় লজ্জা' এড়ানো সম্ভব কিনা – তা ম্যাচ দেখেই বলতে হবে৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য