1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঋণের টাকা শোধ করতে না পারলে স্ত্রী বিক্রি

২৭ অক্টোবর ২০০৯

কৃষি কাজ এখন আর আগের মতো নেই৷ অনাবৃষ্টি আর খরার কারণে তা হয়ে উঠেছে ভাগ্যের ব্যাপার৷ অথচ বাঁচাতে হবে পরিবার, বাঁচতে হবে নিজেকে৷ আর তাই ভারতের প্রত্যন্ত বুন্ডেলখান্ড অঞ্চলের কৃষকদের ভরসা এখন পয়সাওয়ালা-রা৷

https://p.dw.com/p/KG8Y
ফাইল ফটোছবি: AP

ভারতের উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশের সঙ্গে লাগোয়া বুন্ডেলখান্ডের পয়সাওয়ালা-রা গরীব কৃষকদের ঋণ দেয়ার ব্যাপারে বেশ উদার৷ তবে সেই ঋণের সুদ অবশ্য বেশ কড়া৷ শুধু তাই নয়, সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে না পারলে কৃষকদের সইতে হয় নানা বিড়ম্বনা৷ অনেক কৃষক সেক্ষেত্রে নিজেকেই সারা জীবনের শ্রমিক হিসেবে সপে দেয় পয়সাওয়ালার কাছে৷ কেউ কেউ আবার তাদের কাছে ঋণের টাকার বিনিময়ে বিক্রি করে দেয় স্ত্রীকে৷

নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক ভুক্তভোগী মহিলা জানালেন, এক পয়সাওয়ালা তাকে তার স্বামীর কাছ থেকে কিনে নেয়৷ এবং মাসখানেক জোর করে তার সঙ্গে বসবাসে বাধ্য করে৷ অবশ্য পুলিশ বিষয়টি টের পাওয়ার পর সে মহিলাকে তার স্বামী ফিরিয়ে নেয়৷

ভারতের সেন্টার ফর সোশ্যাল রিসার্চ এর রঞ্জনা কুমারী জানান, সংশ্লিষ্ট এলাকায় স্বার্থ উদ্ধারের জন্য নারীদের ব্যবহারের মাত্রা বেশী৷ এমনকি সেখানকার মহিলারা থানায় অভিযোগ দায়ের করলেও খুব কম সাহায্য পান৷

অবশ্য ঋণের টাকা শোধ করার পরও পয়সাওয়ালাদের কাছে স্ত্রী হারাচ্ছেন অনেক কৃষক৷ নাম প্রকাশে অনিচ্ছুক এরকম এক কৃষক জানালেন, পানি উত্তোলনের ইঞ্জিন এবং জমি বিক্রি করে ঋণ শোধ করার পরও ঋণদাতা পয়সাওয়ালা প্রতারণার আশ্রয় নিয়ে তার স্ত্রীকে নিয়ে যান৷ এরপর তার স্ত্রী আর ফিরে আসতে পারেনি৷

ভারতের সমাজকর্মীদের দাবি, বুন্ডেলখান্ড এর এই চিত্র দরিদ্রতার মাঝে মহিলাদের অসহায় অবস্থাই ফুটিয়ে তুলছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার