ঋতু পরিরর্তন নিয়ে ছবিঘর | পাঠক ভাবনা | DW | 20.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ঋতু পরিরর্তন নিয়ে ছবিঘর

পাঠক ভাবনা থেকে জানলাম, আগামী রবিবারে ঋতু পরিরর্তন নিয়ে একটি ছবিঘর দেয়া হবে ডিডাব্লিউ-র ওয়েবসাইটে৷ তাই তাতে ঋতু পরিবর্তনের ঠিক আগে জার্মানরা কিভাবে কাটান ও ঋতু পরিবর্তন হওয়ার সময়কার পরিবেশের ছবি থাকলে ভালো হয়৷

পশ্চিমবঙ্গে ‘কালা-দিবস' পালন জীবনে এই প্রথম দেখলাম ও শুনলাম৷ গ্রহ, উপগ্রহ খসে পড়ার মতো অঘটন আজও ঘটে৷ এই পরিপেক্ষিতে অভিভাবকদের স্কুলে এসে আসবাবপত্র ভাঙচুর করা এবং এক হাজারের মতো মিশনারি স্কুলের একদিনের প্রতীক ‘কালা-দিবস' পালন করা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কখনো সমীচীন হতে পারে না৷ সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ নানা জাতি, নানা ধর্ম ও নানা বর্ণের মিলন স্থল৷ সব প্রচারমাধ্যমের প্রতিবাদ বাঙালির মনে কতটা প্রভাব বিস্তার করবে, এটাই বিচার্য্য বিষয়৷ সুহৃৎ বন্দ্যপাধ্যায়, বর্ধমান থেকে একসাথে দুটো ই-মেলে এই প্রস্তাব ও মতামত জানিয়েছেন৷

ভাই সুহৃৎ,বেশ অনেকদিন পর আবার আমাদের কাছে লিখলেন, ভালো লাগছে৷ হ্যাঁ, আমরা গতকাল ‘পাঠক ভাবনা'-তে জানিয়েছিলাম যে রবিবারে ঋতু পরিবর্তন নিয়ে একটি ছবিঘর থাকবে৷ আমাদের সিদ্ধান্তের সামান্য পরিবর্তন হয়েছে৷ রবিবার নয় আগামীকাল, অর্থাৎ শনিবারই থাকছে ঋতু পরিবর্তন নিয়ে বিশেষ ছবিঘরটি – ‘অপরূপা হেমন্ত এসেছে দ্বারে' শিরোনামে৷ আশা করি দেখবেন আর ছবিঘর, ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন এবং অন্বেষণ সম্পর্কে বিস্তারিত মতামত জানাবেন৷

আজ থেকে আমি স্বাধীন

চির স্বাধীন, স্বাধীন আমার কলম, স্বাধীন আমার ছন্দ

অত্যাচারিতের আমি মুক্তিবীন

আমি স্বাধীন, আজ থেকে সকল দুর্নীতির পথচলা বন্ধ

আমি আলক সত্যাশ্রয়ীদের জন্য অন্ধকারের লণ্ঠন

অতি উত্তপ্ত বাণী আমার,

নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়ার নিউক্লিয়াস

কেউ শুনবে না?

নেই দরকার আমার হৃদয় চুল্লিতে জ্বলবে, চলবে প্রশ্বাস৷

শক্তিশালী দুর্নিবার হাইড্রজেন বোমা

ধ্বংস করবে সকল অন্যায়,অবিচার, দুর্নীতি, নির্যাতন

হাসবে প্রিয়তমা

রক্ত সাগরে নৌকো চড়ে প্রতিষ্ঠিত হবে সত্যের শাসন...৷

আমি একক প্রভুর দাস

সকল প্রভু আমার গোলাম,

আমিই আমার লেখার প্রেরণা

শৃগালের মুখে তেঁতুল মোর জিভে জল আসে না,

কার মনরঞ্জনের জন্য মোর লেখা বিক্রিত হয় না

আমি মৃত্যু প্রেমী, মৃত্যুঞ্জয় উইকিলিক্স,

আমার চেয়ে ছোটো বা আমার সমান

অন্য কারো নিকট মাথা নত করে আমার সম্মান

কখনও আমি ক্ষুণ্ণ করি না...৷৷

আমাদের ওয়েবসাইটে ‘ঢাকার একটি সড়কের নাম ‘‘ফেলানী রোড'' করার দাবি' পড়ে তার নীচেই এই কবিতাটি লিখে পাঠিয়েছেন বাংলাদেশ থেকে উত্তম অনুপম বসাক৷

- দু'জনকে আন্তরিক ধন্যবাদ লেখার জন্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন