1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এএফসির নতুন সভাপতি শেখ সালমান

৩ মে ২০১৩

এএফসির সভাপতি হলেন শেখ সালমান বিন এব্রাহিম আল খলিফা৷ সংযুক্ত আরব আমিরাত এবং থাইল্যান্ডের প্রার্থীকে ভোটযুদ্ধে উড়িয়ে দায়িত্ব পাওয়ার পর এশিয়ার ফুটবল পরিবারকে উজ্জ্বল দিনের দিকে নিয়ে যাবার আশ্বাস দিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/18Qmd
ছবি: Vincent Thian/picture alliance/AP Photo

এশিয়ায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসির সভাপতি হিসেবে কাতারের মোহাম্মদ বিন হাম্মামের জায়গা নিলেন বাহরাইনের শেখ সালমান বিন এব্রাহিম আল খলিফা৷ হাম্মাম ফিফা সভাপতির নির্বাচনে প্রার্থী হয়েছিলৈন৷ কিন্তু ভোট কেনা এবং আরো কিছু দুর্নীতির অভিযোগ ওঠায় এএফসি সভাপতির দায়িত্ব থেকেও সরে দাঁড়াতে হয় তাঁকে৷ তো সেই পদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ইউসুফ আল সেরকাল এবং থাইল্যান্ডের প্রার্থী ওরাওয়ি মাকুদিকে ভোটযুদ্ধে পাত্তাই দেননি বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান শেখ সালমান৷ ৪৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৩৩ ভোট, বাকি ১৩ ভোটের মধ্যে ওরাওয়ি ৭টি আর সেরকাল পেয়েছেন ৬টি৷ এমন একতরফা জয়ের পর আত্মবিশ্বাস নিয়েই এশিয়ার ফুটবলকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেছেন শেখ সালমান৷

মোহাম্মদ বিন হাম্মামের পর এএফসি যে একেবারে অবিতর্কিত একজনকে সভাপতি হিসেবে পেয়েছে তা বলা যাচ্ছেনা, কারণ, শেখ সালমানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷২০১১ সালে গণআন্দোলন প্রতিহত করতে নেতা-কর্মীর ওপর হামলা চালিয়েছিল সে দেশের সেনাবাহিনী৷ আটক করে অনেকের ওপর চালানো হয় অকথ্য নির্যাতন৷ মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সেই সময় অনেক ফুটলার এবং ফুটবল কর্মকর্তাও নির্যাতনের শিকার হয়েছে আর সেই নির্যাতনের জন্য শেখ সালমানই দায়ী৷

এসিবি/ডিজি (এএফপি)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য