1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিলামে গান্ধীজির স্যান্ডেল!

১৬ মে ২০১৩

সম্ভাব্য দাম এটা৷ কারণ স্যান্ডেলটা আর কারও নয়, মাহাত্মা গান্ধীর৷ আসছে ২১শে মে লন্ডনে নিলামে উঠছে এই চটি সহ গান্ধীর ব্যবহার্য আরও অনেক জিনিস৷ নিলামকারীদের আশা, স্যান্ডেলের সর্বোচ্চ দাম উঠতে পারে ১৮ হাজার ইউরো!

https://p.dw.com/p/18YHB
"Flip-Flops" in allen Regenbogenfarben werden in dem Geschäft "Strandsandale" in Berlin fächerförmig ausgelegt (Foto vom 02.08.2008). Am Strand sind sie unentbehrlich und ihr Erkennungsmerkmal ist ein Geräusch: "Flip-Flop". So hören sich nämlich Havaianas an, die nicht etwa aus Hawaii, sondern aus Brasilien stammen. Foto: Stephanie Pilick dpa/lbn (zu dpa "Kultsandale aus Brasilien: 50 Jahre Havaianas" vom 14.09.2012) +++(c) dpa - Bildfunk+++
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

চটি ছাড়াও গান্ধীর উইল, তাঁর নিজের হাতে বোনা শাল, চিঠিপত্র, পেইন্টিং, বক্তব্যের রেকর্ডিং, এমনকি মাইক্রোস্কপের স্লাইডে থাকা গান্ধীর এক ফোঁটা রক্ত, এ সবেরও নিলাম হবে৷

গান্ধীর উইল থেকে ৪৭ হাজার ইউরো আশা করছে লন্ডনের ‘মুলক' নিলাম হাউস৷ এই উইলটি কোর্ট কাছারির মতো হস্তলিপিতে লেখা৷ আর গান্ধীর তাতে স্বাক্ষর রয়েছে৷

Mahatma Gandhi in a photo from a period album collected by AP reporter James A. Mills, ca. 1931. (AP Photo/James A. Mills)
মাহাত্মা গান্ধীছবি: AP

যে স্যান্ডেল জোড়া নিলামে উঠছে সেটা গান্ধীর জুহুর বাড়ি থেকে সংগ্রহ করা৷ ঐ বাড়িতে ১৯১৭ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত ছিলেন তিনি৷ স্যান্ডেল জোড়ার অবস্থা খুবই সঙ্গিন হলেও তার উচ্চমূল্যই আশা করা হচ্ছে৷

এর আগে ২০০৯ সালে নিউ ইয়র্কের এক নিলাম থেকে গান্ধীর আরেক জোড়া স্যান্ডেল, পকেট ঘড়ি এবং একটি বাটি এবং একটি থালা ১.৮ মিলিয়ন ডলারে কিনে নিয়েছিলেন ভারতীয় এক ব্যবসায়ী৷

তবে অতীতে গান্ধীর ব্যবহার্য জিনিস-পত্রের নিলাম অনুষ্ঠানের সমালোচনা করতে দেখা গেছে ভারতের সরকার ও জনগণকে৷

সরকারের মন্তব্য হলো, এর ফলে আসলে গান্ধীর স্মৃতিকেই অবমাননা করা হচ্ছে৷ কেননা তিনি আজীবন পার্থিব সম্পত্তির বিরোধী ছিলেন৷ আর জনগণের আপত্তির কারণ, তাঁরা গান্ধীর জিনিসগুলোকে ভারতীয় সংস্কৃতির অংশ মনে করে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য