1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একদিনে রেকর্ড টিকাকরণ ভারতে

২২ জুন ২০২১

একদিনে ৮৬ লাখ টিকাকরণ হয়েছে ভারতে। দ্রুত সব নাগরিককে প্রথম ডোজ দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।

https://p.dw.com/p/3vJ9h
করোনা
ছবি: Prabhat K. Verma/Zuma/imago images

এক দিনে রেকর্ড সংখ্যক টিকা দিল ভারত। সোমবার গোটা দেশে ৮৬ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী কয়েক দিন এভাবেই টিকাকরণ চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা টিকা পেয়েছেন এবং যারা টিকা দিয়েছেন, সকলকেই ধন্যবাদ জানিয়ে মোদী বলেছেন, অত্যন্ত আনন্দের একটি দিন। করোনার সঙ্গে লড়াইয়ে টিকাকরণ সব চেয়ে গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে সোমবার একদিনে ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর আগে ২ এপ্রিল একদিনে সব চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছিল, ৪২ লাখ ৬৫ হাজার ১৫৭। সোমবার থেকে দেশের টিকাকরণের পুরো দায়িত্ব কেন্দ্র নিজের হাতে নিয়ে নিয়েছে। মাঝে দেড় মাসের জন্য রাজ্যগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ফের কেন্দ্র টিকাকরণের গোটা দায়িত্ব নিজেদের হাতে নেবে।

১৮ বছরের উপরে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। বস্তুত, মোট টিকা উৎপাদনের ৭৫ ভাগ কেন্দ্র কিনে নিচ্ছে। তারপর তা বিনামূল্যে নাগরিকদের দেওয়া হচ্ছে। ২৫ ভাগ ভ্যাকসিন কিনছে দেশের বেসরকারি হাসপাতালগুলি। তারা অর্থের বিনিময়ে টিকা দিচ্ছে। তবে নির্দিষ্ট দাম বেধে দিয়েছে কেন্দ্র।

সোমবার থেকেই কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রচার শুরু করেছে। যার নাম দেওয়া হয়েছে 'সকলের জন্য বিনামূল্যে টিকা'। কেন্দ্র চাইছে দ্রুত দেশের সমস্ত মানুষকে টিকার প্রথম ডোজ দিয়ে দিতে। বিশেষত গরিব মানুষের কাছে যাতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা করতে। কোনো কোনো অঞ্চলে টিকা নিয়ে ভয় তৈরি হয়েছে। অনেকেই টিকা নিতে চাইছেন না। সকলের কাছে পৌঁছাতে চাইছে কেন্দ্র। এবং সে কারণেই এই নতুন প্রচারাভিযান শুরু হয়েছে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সোমবারের টিকাকরণ অভিযানে বেশ কিছু রাজ্যে ভালো ফল মিলেছে। এতদিন আসাম রাজ্যে যথেষ্ট টিকা দেওয়া যাচ্ছিল না। সোমবার সেখানে তিন লাখ ১৯ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। আগামী ১০ দিন প্রতিদিন অন্তত তিন লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে। সোমবার মধ্যপ্রদেশে টিকা পেয়েছেন ১৬ লাখ মানুষ। উত্তর প্রদেশে প্রায় সাত লাখ। এত দিন উত্তর প্রদেশেও টিকাকরণ নিয়ে নানা সমস্যা দেখা যাচ্ছিল। রাজস্থানে দেওয়া হয়েছে প্রায় সাড়ে চার লাখ। মহারাষ্ট্রে প্রায় চার লাখ। পশ্চিমবঙ্গে তিন লাখের সামান্য বেশি।

কেন্দ্র জানিয়েছে, মে মাসে গোটা দেশে সাত দশমিক নয় কোটি টিকা দেওয়া হয়েছিল। জুন মাসে তা বেড়ে হয়েছে প্রায় ১২ কোটি। এখনো তিন কোটি ভ্যাকসিন হাতে আছে বলেও জানানো হয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়)