1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একসঙ্গে ২১ সচিব রদবদলের রেকর্ড

২০ অক্টোবর ২০১০

টাইগারদের বাড়ি-গাড়ি প্রদানের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৩০তম বিসিএস’এর প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ, সাকা চৌধুরীর বাড়িতে পুলিশ, প্রশাসনে বড় রদবদল – এমনসব শিরোনামই ঘুরেফিরে দেখা গেছে আজকের প্রায় সব পত্র-পত্রিকায়৷

https://p.dw.com/p/PiNx
Politics, Bangladesh, Sheikh Hasina, বাংলাদেশ, সচিব,
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ২২ মাস পর এই প্রথম জনপ্রশাসনে বড় পরিবর্তন আনা হলো৷ছবি: Mustafiz Mamun

মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক ভূমিকা প্রতিপালনে সক্ষম একটি গতিশীল প্রশাসন গড়ে তোলার জরুরি তাগিদে সরকার মঙ্গলবার একসঙ্গে ২১ সচিব রদবদল করেছে৷ এর মধ্যে ১৭ জনের দফতর বদল করা হয়েছে৷ ওএসডি হয়েছেন ৪ জন৷ দৈনিক প্রথম আলো, যুগান্তর, যায়যায়দিন, নিউ এইজ, ডেইলি স্টারসহ প্রায় সব পত্রিকার শীর্ষ সংবাদ হয়েছে এটি৷ খবরে বলা হচ্ছে, শীর্ষ প্রশাসন সরকারের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করছে না বলে দীর্ঘদিন থেকে রাজনৈতিক পর্যায়ে প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছিল৷ বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ২২ মাস পর এই প্রথম জনপ্রশাসনে একযোগে বড় ধরনের পরিবর্তন আনা হলো৷

আইন কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ পদত্যাগ করেছেন৷ মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়৷ তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হলেও দেড় বছর দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলেন তিনি৷ দৈনিক জনকণ্ঠ, কালের কণ্ঠ, সমকাল, নিউ এইজ, ইত্তেফাক, আমারদেশসহ অধিকাংশ পত্রিকার প্রথম পাতায় উঠে এসেছে পদত্যাগের খবরটি৷ এতে বলা হয়েছে, কমিশনের সদস্য শাহ আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে৷ পদত্যাগপত্রে কোন কারণ উল্লেখ করা হয়নি৷ তবে সরকারের সাম্প্রতিক বেশ কিছু পদক্ষেপের সাথে তাঁর বিরোধের প্রেক্ষিতেই এই পদত্যাগের সিদ্ধান্ত বলে বিশ্লেষকদের অভিমত৷

রাজধানীর প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন

রাজধানীর সরকারি, বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর সময় বদলানো হয়েছে৷ নতুন সময় আগামী ২৩ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে৷ নতুন সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে দুপুর সোয়া ২টায়৷ আগে সকাল সাড়ে ৯টায় ক্লাস শুরু হয়ে বিকেল সোয়া ৪টায় শেষ হতো৷ দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, বার্তা সংস্থা বিডিনিউজ সহ বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে খবরটি৷ এতে আরো বলা হয়েছে, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ সময়সূচির কথা জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঢাকা মহানগর ছাড়া দেশের অন্য মহানগর এবং উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগের সময়সূচি অপরিবর্তিত থাকবে৷ এই সিদ্ধান্ত রাজধানীর যানজট হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন