1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাই পঞ্চাশ ওভার খেলবো: হুমকি শেহবাগের

১২ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি৷ এরই মধ্যে তর্জন-গর্জন শুরু করে দিয়েছেন ভারতের অন্যতম ফেভারিট ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ৷

https://p.dw.com/p/10G6R
শচিন-শেহবাগ জুটি কি এবারের বিশ্বকাপ কাঁপাবে?ছবি: AP

বিশ্বকাপে ৫০ ওভার করে ব্যাট করবো: শেহবাগ

ভারতের ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ শুক্রবার প্রতিপক্ষ বোলারদের সতর্ক করে দিয়ে বলেছেন, তিনি সহজে মাঠ ছেড়ে বেরোবেন না৷ গোটা ইনিংস, অর্থাৎ ৫০ ওভার ধরেই ব্যাট করে যাবেন৷ এই হুমকি একেবারে ফেলনা নয়৷ সুপারস্টার শচিন তেন্ডুলকরের সঙ্গে জুটি বেঁধে ব্যাট করতে নামলে প্রতিপক্ষের যে কালঘাম ছুটে যেতে পারে, তার অজস্র দৃষ্টান্ত রয়েছে৷ মনে রাখতে হবে, শেহবাগ এখনো পর্যন্ত ২২৮টি ওয়ান ডে ম্যাচে ৭,৩৮০ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৩টি সেঞ্চুরি৷ তবে গোটা ৫০ ওভার ধরে টিঁকে থাকতে পারেন নি এখনো পর্যন্ত৷ ৪৩-৪৪ ওভার পর্যন্ত খেলে যাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন শেহবাগ৷ এবারের বিশ্বকাপে ৫০ ওভার খেলার স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর ৩২ বছর বয়স্ক এই খেলোয়াড়৷

Virender Sehwag
আত্মবিশ্বাসে ভরপুর বীরেন্দ্র শেহবাগছবি: AP

অন্যরা তাহলে তো চাপে!

তাহলে কি বিশ্বকাপের সহ আয়োজক দেশ হিসেবে ভারতের খেলোয়াড়দের উপর বাড়তি চাপ দেওয়া হচ্ছে? শেহবাগ বলছেন, মোটেই না৷ ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ও কোচ গ্যারি কার্স্টেন এমন কোনো চাপ সৃষ্টি করছেন না৷ তাঁরা চান, সবাই তাদের স্বাভাবিক খেলাই খেলুক৷ শেহবাগের সাফ কথা, ‘‘আমি বাবা মাঠে গিয়ে নিজেই ম্যাচটাকে আগাগোড়া উপভোগ করতে চাই এবং টিমকে শুরুতেই কিছুটা সাফল্য দিতে চাই৷ যদি ১০ বলে ২০ রান বা ৭০-৮০ বলে ১০০ রান করতে পারি, তাহলেই আমি খুশি৷''

পেটানোর জন্য তর সইছে না শেহবাগের

শেহবাগের আর তর সইছে না৷ ১৯শে ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচেই মনে রাখার মতো সাফল্য দেখাতে চান তিনি৷ তবে ভুললে চলবে না, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের সময় বাংলাদেশ ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল৷ সেযাত্রায় প্রথম রাউন্ডেই ভারতকে বিদায় নিতে হয়েছিল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়