1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাকার হরতাল আর শেয়ার বাজার

৬ ফেব্রুয়ারি ২০১১

হরতাল আর শেয়ার বাজার একাকার হয়ে গেছে৷ রোববার আবারো শেয়ার বাজারের পতনের কারণে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা সোমবার বিরোধী দল বিএনপির হরতালে সমর্থন জানিয়েছে৷

https://p.dw.com/p/10BgB
শেয়ারবাজার, বিক্ষোভ, হরতাল, Politics, Hartal, Strike, Stock, Exchange, Share, Demonstration, Dhaka, ঢাকা, বাংলাদেশ
শেয়ারবাজারকে ঘিরে বিক্ষোভ দেখা গেছে রবিবারছবি: DW

সপ্তাহের শুরুতে আজ সকালে ঢাকার পুঁজিবাজারের সূচক এক ঘণ্টার মধ্যে ২শ' পয়েন্টের বেশি নেমে যায়৷ এতে ভঙ্গুর পুঁজিবাজারের বিনিয়োগকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন৷ তারা মাতিঝিলে ঢাকা স্টক একচেঞ্জের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করে৷ তারপর পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত থাকে৷ দিন শেষে পুঁজিবাজারের সূচকের পতন ঘটে ৪শ' পয়েন্ট৷ দর পতন হয় ৯০ ভাগেরও বেশি কোম্পানির৷ বিনিয়োগকারীরা এ অবস্থায় বিরোধী দলের ডাকা কালকের হরতালের প্রতি সমর্থন জানায়৷

এদিকে, বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, অতীতে গণঅভ্যুত্থানের আগে লাগাতার হরতাল দেয়া হয়েছে৷ কালকের হরতালে বাধা দেয়া হলে তারা আরো কঠোর কর্মসূচি দেবেন৷ তিনি বলেন, বিশ্বকাপ ক্রিকেট বা উন্নয়ন বাধাগ্রস্ত করতে এই হরতাল নয়৷ দেশের মানুষের অধিকার রক্ষায় এই হরতাল ডাকা হয়েছে৷

হরতালে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, হরতাল এবং হরতালের আগে কোন ধরনের ধ্বংসাত্মক কাজকে প্রশ্রয় দেয়া হবে না৷ তিনি জানান, সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত করা যাবে না৷ কেউ যানবাহন চালাতে চাইলে, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চাইলে পুলিশ সহায়তা দেবে৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই