1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাত্তরের গণহত্যার ‘স্বীকৃতি' দেওয়ার আহ্বান

৪ আগস্ট ২০২১

বাংলাদেশে একাত্তরে জেনোসাইডের স্বীকৃতির প্রস্তাব পাস করতে জেনোসাইড বিশেষজ্ঞদের আন্তর্জাতিক জেনোসাইড স্কলার্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

https://p.dw.com/p/3yWWt
ফাইল ছবিছবি: Journey/A. Hoque

‘তথ্য প্রযুক্তির যুগে জেনোসাইড ও এর নিবৃত্তি: একবিংশ শতকের চ্যালেঞ্জ' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এই আহ্বান জানানোর কথা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

বাংলাদেশের পক্ষ থেকে আইএজিএস প্রেসিডেন্ট মেলানি ও‘ব্রায়েনের কাছে প্রস্তাবের খসড়া পাঠিয়েছেন একাত্তরে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহীদ রেজা নূর৷

বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার তৌহীদ রেজা নূর বলেন, "আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খসড়া প্রস্তাব পাঠিয়েছি, যা আইএজিএস রেজুলেশন কমিটি যাচাই-বাছাই করে অ্যাসোসিয়েশনের জেনারেল বডির কাছে ভোটের জন্য তুলবে৷"

১৯ জুলাই স্পেনের বার্সেলোনায় আইএজিএস এবং স্পেনের ইউনিভার্সিটি অব বার্সেলোনার যৌথ আয়োজনে পাঁচ দিনের আন্তর্জাতিক সম্মেলনটি শুরু হয়৷ সেখানে সারা বিশ্বের জেনোসাইড বিশেষজ্ঞ ও গবেষকরা জেনোসাইড বিষয়ক আলোচনা করেন৷ সম্মেলনের প্রথম দিনে জেনোসাইড নিরোধ বিষয়ে জাতিসংঘের বিশেষ উপদেষ্টা এলিস ওয়াইরিমু দেরিতু মূল বক্তব্য দেন৷ 

এর আগে ‘বাংলাদেশে জেনোসাইডের পঞ্চাশ বছর এবং অতঃপর' শিরোনামে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়৷ খ্যাতিমান জেনোসাইড বিশেষজ্ঞ ও বৃটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডাম জোন্সের সভাপতিত্বে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের চারজন গবেষক শাহরিয়ার আলম, মোহাম্মদ আসাদুজ্জামান, এমরান আজাদ এবং ড. তৌহীদ রেজা নূর নিজেদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন৷

বাংলাদেশে তথ্যপ্রযুক্তির যুগে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে জেনোসাইডের স্মৃতি কীভাবে প্রবাহিত হচ্ছে, সে বিষয়ে আলোকপাত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শাহরিয়ার আলম৷ 

‘একাত্তর সালের জেনোসাইড বিষয়ে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গীঃ একটি নৃতাত্ত্বিক বিশ্লেষণ‘ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান৷   

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এলএলএম গ্র্যাজুয়েট এমরান আজাদ আলোচনা করেন একাত্তরে সংঘটিত জেনোসাইডের শিকার পরিবারের জন্য গঠিত বিচার প্রক্রিয়ার অর্জন, চ্যালেঞ্জ ও এর ভবিষ্যৎ বিষয়ে৷

এই সেশনের শেষ বক্তা তৌহীদ রেজা নূর আলোচনা করেন বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে৷ দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতির নানা চ্যালেঞ্জ বিষয়ে আলোকপাতের পর তিনি সেশনের সভাপতি অধ্যাপক জোন্সের মাধ্যমে আইএজিএস-এর প্রতি বাংলাদেশে সংঘটিত জেনোসাইডকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাশ করার দাবি তুলে ধরেন৷ সম্মেলনের শেষদিন নবগঠিত নির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে আইএজিএস-এর সদস্য এবং বাংলাদেশ জেনোসাইডের শিকার পরিবারের একজন প্রতিনিধি হিসেবে ওই জেনোসাইডের স্বীকৃতি দিয়ে রেজ্যুলিউশন ঘোষণা দেবার প্রস্তাব করেন তৌহীদ নূর, সভার কার্যবিবরণীতে নথিভুক্ত হয়৷

এই প্রস্তাবনার মধ্য দিয়ে সারা বিশ্বের জেনোসাইড স্কলারদের প্ল্যাটফর্ম আইএজিএস-এর দিক থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জেনোসাইডকে স্বীকৃতি দেবার প্রক্রিয়াটি শুরু হলো৷

বাংলাদেশে জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতিমূলক রেজ্যুলিউশন প্রস্তাবের প্রতি খ্যাতিমান জেনোসাইড বিশেষজ্ঞ অধ্যাপক গ্রেগরি স্ট্যান্টন, অধ্যাপক হেলেন জারভিস এবং অধ্যাপক এডাম জোন্স পূর্ণ সমর্থন জানান৷

সভায় এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য