1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাধিক ভাষা জানলে আলঝাইমারের প্রকোপ কমবে

১০ নভেম্বর ২০১০

একাধিক ভাষা কী আপনার জানা আছে? মাতৃভাষা ছাড়াও যদি আরও দু’একটা ভাষায় কথা বলতে পারা যায়, তাহলে আলঝাইমার রোগ হওয়ার আশঙ্কা কমবে৷ বলছে আধুনিক গবেষণা৷

https://p.dw.com/p/Q3Rb
Alzheimer, Science, Bilingual, Research, স্মৃতিভ্রংশ, আলঝাইমার, গবেষণা, অভিশাপ
মানুষের মস্তিষ্কের কাজকর্ম সম্পর্কে অনেকটাই এখনও অজানাছবি: picture-alliance/ dpa

আলঝাইমার৷ স্মৃতিভ্রংশ৷স্মৃতিশক্তি চলে যাওয়া, ক্রমশ নিজের জীবন থেকে নিজেই বিচ্ছিন্ন হয়ে পড়া, ঢুকে পড়া এক অচেনা জীবনে৷ এ এক মারাত্মক রোগ৷ একবিংশ শতাব্দের মানুষের সামনে এ এক অভিশাপ এবং আতঙ্ক৷ কিন্তু, যদি একাধিক ভাষায় কথা বলার দক্ষতা কারও থেকে থাকে, সেক্ষেত্রে এই স্মৃতিভ্রংশের রোগের বাড়াবাড়িকে পাঁচ বছর হলেও ঠেকানো যাবে৷ বলছে সাম্প্রতিকতম গবেষণা৷

গবেষণাটি চালিয়েছে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বেক্রেস্ট'স রটমান রিসার্চ ইন্সটিট্যুট৷ সেখানকার গবেষকরা ২১১ জন আলঝাইমার রোগীর ওপর এই পরীক্ষা চালিয়েছেন৷ দেখা গেছে, তাঁদের মধ্যে যাঁরা দুটি অথবা তারও বেশি ভাষায় অনর্গল কথা বলতে পারেন এবং বলেন, তাঁদের ক্ষেত্রে এই রোগ বাড়াবাড়ির পর্যায়ে যেতে পারেনি এমনকি পাঁচ বছর পর্যন্ত৷

তবে বেশি ভাষা জানা মানুষদের ক্ষেত্রে আলঝাইমার একেবারেই কোনদিন হবে না এ ধরণের গ্যারান্টি কিন্তু দেয় নি গবেষণার ফলাফল৷ গবেষক দলের প্রধান ফার্গুস ক্রেইক এই গবেষণা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জানান, একাধিক ভাষায় যাঁরা কথা বলতে পারেন, তাঁদের ক্ষেত্রে এই রোগের বাড়াবাড়িটা ঠেকানো যায় অন্তত পাঁচ বছর পর্যন্ত৷ সেই তথ্যটিই আপাতত আলঝাইমারের চিকিৎসায় বেশ কাজের৷ বলেছেন ফার্গুস৷

গবেষণার এই ফলাফলটা সত্যিই কাজের এবং অত্যন্ত প্রয়োজনীয়৷ কারণ স্মৃতিভ্রংশ বা আলঝাইমার রোগের ক্রমাগত বেড়ে যাওয়া ঠেকাতে এ পর্যন্ত কোন সুনিশ্চিত ওষুধ আবিষ্কার হয়নি৷ একথাও জানাচ্ছেন গবেষকরাই৷ তাই তাঁদের বিশ্বাস, এই গবেষণা থেকে অন্তত এটুকু জানা গেল কী করে আলঝাইমারের ক্রমশ বেড়ে চলাকে কিছুটা হলেও ঠেকানো যেতে পারে৷

সুতরাং একবিংশ শতকের অভিশাপ আলঝাইমারের কবল থেকে আগামীতে রক্ষা পেতে আপাতত দু' চারটে ভাষা শিখে নিলে আমাদের সকলের জন্যই সেটা বেশ কাজেরই হবে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: ফাহমিদা সুলতানা