1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একেই বলে ‘কামচোর’

২৩ ফেব্রুয়ারি ২০১৮

হাত যেন তাঁর চলতেই চায় না৷ টাকা গুণতে ঘুরে যায় বছর৷ ভারতের বিভিন্ন সরকারি ব্যাংকে এহেন কর্মীর সংখ্যা নেহাত কম নয়৷ তেমনই এক কর্মীর ভাইরাল ভিডিও দেখুন৷

https://p.dw.com/p/2tBvV
ছবি: picture-alliance/AP Photo/A. Nath

এক ঝলকে দেখলে মনে হবে স্লো-মোশন৷ বাস্তবে তা নয়৷ মহারাষ্ট্রের একটি ব্যাংকে এভাবেই দিনের পর দিন কাজ করছেন এই ভদ্রমহিলা৷ বেশি কাজ যাতে করতে না হয়, তার জন্য এভাবেই কচ্ছপগতিতে কাজ করেন তিনি৷ আর কাউন্টারের সামনে তৈরি হয় দীর্ঘ লাইন৷

ভদ্রমহিলার বিরুদ্ধে এর আগে বার বার অভিযোগ জানানো হয়েছে ব্যাংক ম্যানেজারের কাছে৷ কিন্তু লাভ হয়নি৷ বাধ্য হয়েই এই ভিডিওটি করে সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দেয়া হয়৷ কয়েকদিনের মধ্যেই ভারত জুড়ে তা ভাইরাল হয়ে যায়৷ মন্তব্যের ঘরে অনেকেই মন্তব্য করেন, দেশের বিভিন্ন সরকারি ব্যাংকে এ ধরনের অভিজ্ঞতা তাঁদের হয়েছে৷ বহু কর্মীই কাজ করতে চান না৷ ইচ্ছে করে ব্যাংকে আসা মানুষদের সঙ্গে তাঁরা এ ধরনের ব্যবহার করেন৷ কেউ কেউ রেগে গিয়ে লিখেছেন, ব্যাংককর্মীদের না হয় সময়ের দাম নেই, উপভোক্তাদেরও কি সময়ের দাম নেই? কেন ব্যাংকগুলি এ ধরনের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না?

এসজি/এসিবি