একেই বলে যুগের পরিবর্তন | পাঠক ভাবনা | DW | 30.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

একেই বলে যুগের পরিবর্তন

আমি ডয়চে ভেলের পুরনো শ্রোতা৷ ১৯৯৯ সাল থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনে আসছি৷ আগে শুনতাম শর্টওয়েভে আর এখন শুনি এফএম-এ৷ আগে চিঠি পাঠাতাম ডাকে আর এখন এসএমএস করছি মোবাইলের মাধ্যমে৷

আর একেই বলে যুগের পরিবর্তন৷ কিন্তু আমার যে এখনো ডাকযোগে স্টিকার পেতে ইচ্ছে করছে, পাঠাবেন কি ? ডয়চে ভেলের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমার প্রস্তাব হচ্ছে আপনারা বেশি করে ক্রিকেটের খবর প্রচার করুন তাহলে সকল শ্রোতাই খুশি হবেন৷ মোঃ মাহমুদ শরীফ রাজ, ভাটারপাড়া, বালুয়া, মিঠাপুকুর, রংপুর, বাংলাদেশ৷

এসপ্তাহের সকলের ইনবক্স এফএম তরঙ্গে শুনলাম৷ জানলাম এখন থেকে ধাঁধার উত্তর আর সকালের অনুষ্ঠানে জানানো হবেনা কারণ সকালের অনুষ্ঠান অনেকেই শুনতে পারেননা, বিশেষকরে পশ্চিম বঙ্গের শ্রোতারা৷ তাই আপনাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, নতুন রেডিও লিসনার্স ক্লাব, শাহানগর, মুর্শিদাবাদ, ভারত৷

 "স্পিড ডেটিং-এর মাধ্যমে প্রথম দৃশ্যে প্রেমের মত এবার পাওয়া যাবে প্রথম ইন্টারভিয়্যুতেই চাকরি" সংবাদটি পড়ে খুব ভাল লেগেছে৷ সত্যি এরকম পদ্ধতি অর্থাৎ ১৫ মিনিটের ইন্টারভিউ এর মাধ্যমে চাকুরির ব্যবস্থা বাংলাদেশেও চালু করা হলে আমাদের বেকার সমস্যা অনেকাংশে কমে যাবে বলে আমরা বিশ্বাস করি৷ আমাদের রেইনবো শ্রোতা সংঘ ও কুষ্টিয়া জেলাবাসীর পক্ষ থেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে সোনার মেডেল জয়লাভ করার জন্য৷ ভালো খেলা এবং জয়লাভের এই ধারাবাহিকতা যেন সব সময় অব্যাহত থাকে এটাই আমাদের সবার প্রত্যাশা৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

 প্রিয় ডয়চে ভেলে, তুমি প্রতিদিন সুন্দর সুন্দর সংবাদ প্রচার করো আর এই সংবাদ রংপুর এফএম-এর মাধ্যমে সরাসরি শুনতে পেয়ে আমি খুবই আনন্দিত৷ তাই না লিখে পারলামনা৷ ধন্যবাদ ডয়চে ভেলে৷ মোঃ আবু বকর সিদ্দিকী, মিঠাপুকুর, রংপুর, বাংলাদেশ৷

আকাশছোঁয়া ভালবাসা আর সাগরপ্রসারী শুভেচ্ছা গ্রহণ করুন৷ শুনলাম ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান করা হবে৷ মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ৷ নাজমুল, গাইবান্ধা, বাংলাদেশ৷

 তোমাদের সবাইকে রাশি রাশি গোলাপ ফুলের শুভেচ্ছা জানাই৷ জীবন মরণের সাথী ছবির যে কোন একটি গান শোনাবেন৷ রাপা, অইশা, রাব্বির, বাঘা, রাজশাহী, বাংলাদেশ৷

 সবাইকে শুভেচ্ছা৷ চলতি ঘটনা পর্বে বাংলাদেশের বহুল আলোচিত বিরোধী নেত্রী খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ও অন্যান্য মামলার শুনানী সম্পর্কিত ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনটির জন্য ধন্যবাদ৷ সমাজ জীবন পর্বে মাউন্ট এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিমের শিক্ষা ওয়েবসাইট তৈরি সম্পর্কিত প্রতিবেদন পড়ে খুব ভাল লাগল এবং তাঁর পরিকল্পনা বিষয়ে নতুন তথ্য জানা হলো৷ মাস্টার, শাপলা শর্টওয়েভ শ্রোতাসংঘ,ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷