1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক্স-রে মেশিনের ভেতর!

১৬ ফেব্রুয়ারি ২০১৮

আপনার কোন জিনিসটি সবচেয়ে প্রিয়? ফোন, কিংবা গয়না? চীনের এক ভদ্রমহিলার কাছে তাঁর হাতব্যাগটি সবচেয়ে প্রিয়৷ তাই এক্স-রে মেশিনে স্ক্যানিংয়ের জন্য দিয়েও তিনি তা ছাড়তে পারেননি৷ নিজেও চড়ে বসেছেন সেখানে!

https://p.dw.com/p/2soQ7
Türkei Anschlag am Flughafen in Istanbul
ছবি: Reuters/O. Orsal

আর সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে৷ অনলাইনে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, এক নারী তাঁর হাতব্যাগ ও সুটকেসটি স্ক্যানারের ভেতর দিয়ে নিজেও সেখানে উঠে বসেন, যেন এগুলোর দিকে নজর রাখতে পারেন৷ যেন এগুলো খুইয়ে না যায়৷

স্ক্যানারে তাঁর অবয়ব দেখে চমকে ওঠেন দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা৷

এমনকি অন্যপাশে মালামালের জন্য অপেক্ষায় থাকা মানুষগুলো স্ক্যানারের ভেতর থেকে একজন নারীকে বের হয়ে আসতে দেখে চমকে যান৷

চারদিন আগে ঘটনাটি ঘটেছে চীনের গুয়াংদং রাজ্যের ডংগুয়ানের একটি রেলস্টেশনে৷

ভিডিওটি ১৩ ফেব্রুয়ারি পোস্ট করা হয় ফেসবুকে৷ এরই মধ্যে লাখেরও বেশিবার ভিডিওটি দেখা হয়েছে৷

ঘটনার পর কর্তৃপক্ষ কাউকে স্ক্যানারে না চড়তে অনুরোধ করেছে৷ বলা হয়েছে, এটি ক্ষতিকর হতে পারে৷

জেডএ/সিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য