1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক পরিবারের বাদুড় লড়াই

১১ সেপ্টেম্বর ২০১৭

কোন কুক্ষণে যে বাদুড়টা রান্নাঘরে ঢুকেছিল কে জানে? তবে সেটিকে ধরতে গিয়ে কত ঘটনাই না ঘটলো৷ সেসবের ভিডিও ইন্টারনেটে প্রকাশ হয়েছে কয়েকদিন আগে৷ ইতোমধ্যে প্রায় ২৫ লাখ লোক দেখেছে তা৷

https://p.dw.com/p/2jh5s
ছবি: Tequila Interchange Project/David Suro

ঘটনা এক আইরিশ পরিবারের৷ তাদের রান্নাঘরে ঢুকেছিল একটি বাদুড়৷ আর সেই বাদুড়কে বের করতে গিয়েই যত কাণ্ড৷ ডোরি নামের এক ব্যক্তি তোয়ালে দিয়ে বাদুড়টি ধরার চেষ্টা করছিলেন৷

তবে বাদুড় ধরা যে মোটেই সহজ নয়, তা টের পেতে বেশি সময় লাগেনি ডোরির৷ যতই চেষ্টা করেন বাদুড় ফসকে যায়৷ তবে রান্নাঘরে থাকা বাকিরা তাঁকে উৎসাহ যুগিয়ে গেছেন৷ বিশেষ করে যিনি ভিডিও করছিলেন, তাঁর ধারাভাষ্য ভিডিওটিকে করেছে আরো আকর্ষণীয়৷ প্রতিবার বিফল হওয়ার পরও প্রশংসা বাণী শুনেছেন ডোরি৷ মাঝখানে কুকুরটা আতঙ্কে রুমের মধ্যেই হিসু করে দিয়েছিল৷

ডোরির বাদুড় ধরার লড়াই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে৷ ফেসবুকে একটি একাউন্ট থেকেই সেটি দেখা হয়েছে প্রায় ২৫ লাখ বার৷ গণমাধ্যমের বিভিন্ন নেটওয়ার্কে সেটি প্রকাশ হয়েছে৷ টুইটারেও রিটুইট হয়েছে অসংখ্যবার৷

কিন্তু কথা হচ্ছে, বাদুড়টি কি শেষ অবধি ধরা গিয়েছিল? সেটি জানতে দেখতে হবে ভিডিওটি৷

এআই/ডিজি