1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বিজেপি নেতার বর্বরতা

২৮ মার্চ ২০১৮

শিক্ষকদের উপর হামলার খবর আসছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে৷ সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ বেঙ্গালুরুর এক স্কুলের এই ভিডিও৷ ভিডিও'টি ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছিল৷

https://p.dw.com/p/2v6ed
Indien Schulkinder Klassenraum Schule Mädchen Schuluniform
প্রতীকী ছবিছবি: AP

কোনো সভ্য দেশে এমন সম্ভব? এই ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশিত হওয়ার পর এমন প্রশ্নই উঠেছিল৷ ভিডিওতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর এক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকাকে বেধড়ক মারধর করছেন স্থানীয় এক বিজেপি নেতা৷ পুরো ঘটনাটিই ধরা পড়ে যায় স্কুলের সিসিটিভি'তে৷ বস্তুত সেই ছবি দেখিয়েই ওই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ৷

অভিযুক্ত ব্যক্তির নাম৷ বেঙ্গালুরুর স্থানীয় বিজেপি নেতা তিনি৷ অভিযোগ, বেআইনি সুদের ব্যবসাও রয়েছে তাঁর৷ ওই স্কুলটি তৈরির জন্যও নাকি তাঁর কাছ থেকে অর্থ ধার নেওয়া হয়েছিল৷ সেই অর্থ সময়ে ফেরত দিতে না পারার জন্যই নাকি তিনি ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে মারধর করেন৷ ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ গ্রেফতার করে ওই বিজেপি নেতাকে৷ তবে কিছুদিনের মধ্যে তিনি জামিনও পেয়ে যান৷ তবে সোশ্যাল নেটওয়ার্কে এবং গণমাধ্যমে ওই সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়ে যায়৷

এসজে/এসিবি 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য