1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল

২২ এপ্রিল ২০১১

বিশ্বকাপে জার্মানির মধ্যমাঠে খেলেছিলেন সামি খেদিরা৷ তিনি চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/112Un
ছবি: AP

রেয়াল মাদ্রিদে খেলেন সামি খেদিরা৷ গত বুধবার বার্সেলোনার সঙ্গে খেলতে গিয়ে ডান পায়ে চোট পান তিনি৷ তাকে বসিয়ে দেয়া হয়৷ গতকাল তিনি মিউনিখে যান চিকিৎসার জন্য৷ আশা করা হচ্ছে তিনি হয়তো রবিবারের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন৷ তবে তিনি শনিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না৷

চ্যাম্পিয়ন্স লীগের সেমি ফাইনালের প্রথম পর্যায়ের খেলা আগামী বুধবার ২৭শে এপ্রিল৷

এবং সেদিনের খেলায় কেদিরা খেলতে সক্ষম হবেন কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে৷

গত বছরের জুলাই মাসে সামি খেদিরা রেয়াল মাদ্রিদে যোগ দেন৷ এর আগে তিনি খেলেছেন স্টুটগার্টের পক্ষে৷ রেয়াল মাদ্রিদের একটি মাত্র খেলোয়াড় একজন ইঞ্জুরিতে ভুগছেন, তিনি হলেন সামি খেদিরা৷ কাকা, গঞ্জালো ইগুয়ান, মার্সেলো এবং কারিম বেঞ্জেমা ইঞ্জুরি সমস্যা কাটিয়ে উঠেছেন৷ তাদের দেখা যাবে মাঠে৷

শনিবার দুটি খেলার ওপর সবার নজর থাকবে, কেননা স্পেনের 'লা লিগার' মরশুমও মরশুমের প্রান্তে৷ ভ্যালেন্সিয়া বনাম রেয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা বনাম ওসাসুনার খেলাই এখন মূল আকর্ষণ৷

বার্সেলোনার ডিফেন্ডার আদ্রিয়ানো অন্তত চার সপ্তাহ মাঠ থেকে দূরে থাকবেন৷ কারণ একই – ইঞ্জুরি৷ গত বুধবার কোপা দেল রেই-এ খেলার সময় তাঁর ডান পায়ের উরুর পেশী ছিঁড়ে যায়৷ বোঝাই যাচ্ছে, আদ্রিয়ানোকে ছাড়া চাপের মুখে থাকবে বার্সা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী