1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এফএসভি মাইঞ্জ

২০ আগস্ট ২০১০

জার্মানির মাইঞ্জ শহরের ক্লাব এফএসভি মাইঞ্জ৷ গত মৌসুমে দলটি নবম স্থানে ছিল৷ তবে দলটির এই পারফরমেন্সও বলতে হবে যে আশার চেয়েও ভালো৷

https://p.dw.com/p/OsEC
FSV Mainz

কারণ গতবারের লিগ শুরুর আগেই বরখাস্ত করা হয় কোচ ইয়র্ন আন্ডারসনকে৷ এরপরও যে তারা বুন্ডেসলিগার মাঝামাঝি থাকতে পেরেছে সেটাই অনেক৷

যাই হোক দলের কোচ হিসেবে এখন রয়েছেন থমাস টুখেল, যিনি এর আগে ছিলেন অনুর্ধ্ব ১৯ দলের কোচ৷ সেই হিসেবে তার জন্য একটি বড় চ্যালেঞ্জ এবারের বুন্ডেসলিগা, সেটি বলা চলে৷ আর্থিকভাবেও মাইঞ্জ খুব একটা স্বচ্ছল নয়, তাই তেমন কোন নামিদামী খেলোয়াড় ছাড়াই তাদের খেলতে হবে বড় বড় দলগুলোর বিপক্ষে৷ সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কোচ টুখেলের মন্তব্য আমাদের একটি ভিন্ন অবস্থান থেকে শুরু করতে হচ্ছে৷ এদিকে বুন্ডেসলিগার আগেই ইনজুরিতে আক্রান্ত হয়ে পড়েন দলের গোলরক্ষক হাইঞ্জ ম্যুলার৷ ফলে দলে আনতে হয় নেদারল্যান্ডসের বর্ষীয়ান গোলরক্ষক মার্টিন পিকেনহাংগেনকে৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - হাইঞ্জ ম্যুলার, রক্ষণভাগ - ক্রিস্টিয়ান ফুখ্স, নিকো বুনগের্ট, নিকোল্স নোভেস্কি, ফ্লোরিয়ান হেলার, মধ্যমাঠ - ফিলিপ ট্রোয়ান, লিউয়িস হোল্টবি, মিরোস্লাভ কারহান, আন্দ্রিয়াস ইভানশিট্জ, আক্রমণভাগ - আরিস্টাইড বানসে, আন্দ্রে শ্যুরলে৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৪-২

কোচ : থমাস টুখেল

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ