এফ এম ব্যান্ডে ডয়েচে ভেলেকে | পাঠক ভাবনা | DW | 28.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এফ এম ব্যান্ডে ডয়েচে ভেলেকে

বেশ কিছুদিন বিরতির পর এমন এক সময় লিখতে বসলাম যখন ডয়চে ভেলে বাংলা বিভাগের ভরা যৌবন চলছে৷ শর্টওয়েভ, ইন্টারনেট...

মোবাইল প্রভৃতির পর ডয়েচে ভেলে এখন এফ এমএ৷ খুব ভাল লাগছে এফ এম ব্যান্ডে ডয়েচে ভেলেকে পেয়ে৷ ঢাকায় অনুষ্ঠান অত্যন্ত চমৎকার শোনা যাচ্ছে৷ কিন্তু আমি যতটা আশা করেছিলাম দশ দিন পরও সেই আশা অনুযায়ী নতুন শ্রোতার প্রতিক্রিয়া শুনতে পাচ্ছিনা৷ আমার মনে হয় এজন্য যতটা প্রচারের প্রয়োজন ছিল ততটা প্রচার ডয়েচে ভেলে বা আমরা শ্রোতারা চালাতে ব্যর্থ হয়েছি৷ এজন্য জাতীয় দৈনিকে ডয়েচে ভেলেকে বিজ্ঞাপন প্রচারের অনুরোধ করছি৷

এফ এম-এ আসার পর থেকে অনুষ্ঠান পুনঃ প্রচারের মাত্রা অত্যুধিক বেড়ে গেছে৷ পুনঃ প্রচারের এই বেড়াজাল থেকে ডয়েচে ভেলেকে বেরিয়ে আসতে হবে৷ বেশি বেশি ফিচার/প্রতিবেদনের ঠাঁই দিতে গিয়ে ফিচারগুলো এত সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে সম্পূর্ণভাবে মনের খোরাক মিটাতে ব্যর্থ হচ্ছে৷ ইনবক্স দুদিন প্রচার করায় আমরা খুব খুশি৷ কিন্তু এটাকে যদি দুইভাগ বলা হয় তবে আমরা মোটেই খুশি নই৷ শ্রোতা ও বেতারের মধ্যে মেলবন্ধন স্থাপনের এই একটি মাত্র অনুষ্ঠান অন্তত দশ মিনিট করে দুদিন প্রচার করার অনুরোধ করছি৷ বিষয়গুলি আমলে নিয়ে সুবিবেচনাপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি৷

ভাল থাকুন সবাই, সব সময়- এই শুভ কামনা থাকলো৷

মোঃ মোস্তফা কামাল,ওয়ার্ল্ড রেডিও লিসনার্স নেটওয়ার্ক-বাংলাদেশ, 523/1, নর্থ কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-1206, বাংলাদেশ৷

১৯৩৭ সালের ২৬শে এপ্রিল স্পেনের ইতিহাসে একটি কালো দিন৷ আর এই দিনটির স্বরণে

অমর শিল্পী পিকাসো সৃষ্টি করেছিলেন কালজয়ী –গের্নিকা চিত্রকর্মটি৷ আর প্রিয় বেতার কেন্দ্র ডয়চে ভেলে তার ওয়েবসাইটে এই গোর্নিকা চিত্রকর্মটি মেলে ধরে আমাদের শিল্প স্বত্তাকে আবারো সমৃদ্ধ করলো৷ ডয়চে ভেলে তোমাকে সেলাম৷ চৈতালী ও ডাক্তার সিদ্ধার্থ সরকার জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

জার্মানির ইতিহাসে এমনটি আর ঘটেনি৷ এই প্রথম অভিবাসী পরিবেশ থেকে আসা এক তুর্কি বংশোদ্ভূত মুসলিম নারী জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঙ্গলবার৷ তাঁর নাম আইগুল ওয়েজকান৷ ৩৮ বছর বয়স্কা ওয়েজকান লোয়ার স্যাক্সনি রাজ্যের নতুন সমাজ ও অভিবাসীদের এদেশে সম্পৃক্ত করার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী৷ সাংবাদটি শুনে আমাদের প্রথমে বিশ্বাস-ই হচ্ছিলোনা৷ কিভাবে সম্ভব এটি, পরে ইন্টারনেটে বিস্তারিত দেখলাম৷ আইগুল ওয়েজকান জার্মানির মন্ত্রী হয়েছেন জেনে আমাদের খুবই ভালো লাগছে৷ আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আইগুল ওয়েজকানকে৷ আইগুল ওয়েজকান অভিবাসীদের জীবন-মান উন্নয়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বের ইতিহাসে স্থান করে নেবেন এবং মুসলিম বিশ্বের ভাবমূর্তি উজ্জল করবেন এমনটাই আশা করছি আমরা৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷

দীর্ঘ নয় বছর পর৷ অলিম্পিক লিয়ঁকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে বায়ার্ন স্থান করে নেওয়ায় তাদেরও আমাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল৷ এছাড়া ইভিত্চা ওলিচের হ্যাটট্রিক করে জার্মানির এই জয় নিশ্চিত করায় তাকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ