1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারের গোলাপি সোমবার হবে বর্ণহীন

১০ ফেব্রুয়ারি ২০২১

রোজেন মোনটাগ বা গোলাপি সোমবারে রাইনল্যান্ডের উৎসব চূড়ান্ত পর্যায়ে পৌঁছে৷ কিন্তু করোনার কারণে গোলাপি সোমবার এবার বর্ণহীন৷

https://p.dw.com/p/3p985
Deutschland Vorstellung Kölner Miniatur-Rosenmontagszug
ছবি: Jens Krick/Flashpic/picture alliance

রাইন নদীর ধারে গড়ে ওঠা শহরগুলিকে একসঙ্গে বলে ‘রাইনল্যান্ড’৷ কার্নেভাল সেই রাইনল্যান্ডেরই উৎসব৷ আর রোজেন মোনটাগে কার্নেভাল উৎসব পৌঁছে যায় একেবারে চূড়ান্ত পর্যায়ে৷ শীতকালকে বিদায় জানাতেই আয়োজন করা হয় এই উৎসবের৷

প্রতি বছর জার্মনিতে টেলিভিশনের পর্দায় সরাসরি প্রচার করা হয় এই উৎসব৷ কার্নেভাল কোনো ধর্মীয় উৎসব নয়৷ অথচ গত একশ বছর ধরে এই উৎসবটি পালন করা হচ্ছে৷ কোলন, বন ছাড়াও ড্যুসেলডর্ফ এবং মাইনৎস শহরেও কার্নেভালের পরশ লাগে৷ রোজেন মোনটাগে বিশাল প্যারেড বের হয় এসব শহরে৷ কোলনে লাখো পর্যটক ভিড় করেন এই উৎসবে যোগ দিতে৷ পানশালাগুলোতে ভিড় লেগেই থাকে৷

সব দোকানপাট থাকে বন্ধ৷ শহরের কেন্দ্রে মানুষ সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দেখে প্যারেড৷ ছোট-বড় সবাই নানা ধরনের পোশাকে সেজে মেতে ওঠে চকোলেট সংগ্রহের উৎসবে৷ ‘আলাফ’ আর ‘কামেলে’ শব্দে মুখরিত হয় চারপাশ৷ কেবল যে একটি দিনেই এই উৎসব সীমাবদ্ধ তা কিন্তু নয়৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে এক একদিন উদযাপিত হয় এই উৎসব৷ কার্নেভালের অনেকগুলো দোকান আছে বন শহরে সেগুলোতে মাস ধরে ক্রেতাদের উপচে পড়া ভিড় নজরে পড়ে৷

আমি থাকি বন শহরের একেবারে কেন্দ্রে৷ গত দুই বছর ধরে বাড়ির জানালা দিয়েই কার্নেভালের প্যারেড উপভোগ করেছি, কারণ বৃষ্টি৷ শহরের কেন্দ্রে থাকার কারণে যে-কোনো উৎসবের আমেজ আগে থেকে টের পাওয়া যায়৷ বাড়ির পাশেই একটা কিয়স্ক থাকায় সপ্তাহখানেক ধরে হৈ হুল্লোড় শুনে বোঝা যেতো কার্নেভাল আসন্ন৷

HA Asien | Amrita Parvez
অমৃতা পারভেজ, ডয়চে ভেলেছবি: DW/P. Böll

আর এবার করোনাকালে লকডাউনের কারণে গোলাপি সোমবার যে আসন্ন তা একেবারেই বোঝার উপায় নেই৷ অন্য বছর যেমন দুই-তিন সপ্তাহ আগে থেকেই রাস্তায় বিভিন্ন সাজপোশাকে মানুষকে ঘুরে বেড়াতে দেখা যেতো, এবার একেবারেই চোখে পড়ছে না৷

করোনার কারণে এবার কার্নেভাল উৎসব বাতিল করা হয়েছে৷ চলছে লকডাউন৷ কিন্তু কোলনে এ বছরও রোজেন মোনটাগে কার্নেভালের আয়োজন হয়েছে৷ তবে এই কার্নেভালে অংশ নিচ্ছে পাপেটরা৷ অর্থাৎ, ১৫ ফেব্রুয়ারি পাপেটদের নানা ধরনের পোশাকে সাজিয়ে বের করা হবে ইনডোর প্যারেড৷ টেলিভিশনে সম্প্রচার করা হবে এটি৷ ৩২ মিটার দীর্ঘ মঞ্চে হেঁটে বেড়াবে ১৫৫টি পাপেট৷

তবে কার্নেভাল না হওয়ায় সবচেয়ে কষ্টে আছে শিশুরা৷ এই লকডাউনে আমরা হোম অফিস করে, বাসার কাজ করে সময় কাটাচ্ছি, কিন্তু শিশুদের অন্য শিশুদের সঙ্গে দেখা করার উপায় নেই৷ কার্নেভালের মতো উৎসবের জন্য যে শিশুরা পুরো বছর মুখিয়ে থাকে, তাদের জন্য এটা বড় কষ্টের, বড় বেদনার৷

২০১৮ সালের আয়োজনের ছবি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য