1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারের বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ তাহলে বাংলাদেশ!

২৫ জানুয়ারি ২০১১

এবারের বিশ্বকাপের ডার্ক হর্স কারা? গত ছয় মাসের আন্তর্জাতিক ক্রিকেট যদি কেউ দেখে থাকেন, তাহলে তিনি নিশ্চিতভাবেই বলবেন, দলটি বাংলাদেশ৷ গত বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নেওয়া তরুণ দলটি এবার বিশ্বকাপের স্বপ্নে বিভোর৷

https://p.dw.com/p/102aK
বাংলাদেশ দল নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেইছবি: AP

১৯৯৭ সালে আইসিসি কাপ জয়ের মাধ্যমে ক্রিকেটের সর্বোচ্চ আসরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ৷ '৯৯ বিশ্বকাপে অন্যতম ফেভারিট পাকিস্তানকে হারিয়ে গোটা বিশ্বকেই যেন জানান দিয়েছিল, ‘আমরা আসছি'৷ সেই থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বহুদূর এগিয়ে গিয়েছে৷ যদিও ২০০৩ সালের বিশ্বকাপে ছন্দপতন ঘটেছিল, তবে গত বিশ্বকাপে সুপার সিক্সে জায়গা করে ক্রিকেট বোদ্ধাদের সমীহ আদায় করে নিতে পেরেছে টাইগার বাহিনী৷ গত বিশ্বকাপে ভারত আর দক্ষিণ আফ্রিকার মত জায়ান্টদেরও বাংলাদেশের সামনে নুয়ে যেতে দেখেছে দর্শকরা৷ আর এবার নিজ দেশের মাটিতেই এই দুই দলের মুখোমুখি হবে বাংলাদেশ৷ কিন্তু এবার কোয়ার্টার ফাইনাল নয় বরং তার চেয়েও বেশি কিছু চান বাংলাদেশ দলের খেলোয়াড়রা এবং দর্শকরা৷

দলটির মূল শক্তি খেলোয়াড়রা নয় বরং দলের ঐক্য৷ গোটা দলটিই যেন এক হয়ে খেলে প্রতিপক্ষের বিরুদ্ধে, যার নজির কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে৷ নিউজিল্যান্ডের মত দলকে ওয়ানডে সিরিজে ৪-০ তে ধবল ধোলাই করার পর জিম্বাবোয়েকেও রীতিমত নাকাল করে ছেড়েছে সাকিব বাহিনী৷ তাই এবারের বিশ্বকাপে ডার্ক হর্স যে বাংলাদেশ তাতে কোন সন্দেহ নেই৷

দলে রয়েছে তামিম ইকবালের মত মারমুখী ব্যাটসম্যান৷ দলের নেতৃত্ব দিচ্ছেন গত বছরের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত সাকিব হাসান৷ গোটা দলের খেলোয়াড়দের গড় বয়স অন্য যে কোন দলের চেয়ে কম হওয়ায় সাফল্যের ক্ষুধাটাও যেন বেশি৷ দলে মোহাম্মদ আশরাফুলের মত প্রতিভাবান ব্যাটসম্যানও রয়েছেন৷ এছাড়া শাহরিয়ার নাফিস এবং মোহাম্মদ রকিবুল যথেষ্ট নির্ভরযোগ্য৷ স্পিন বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন আবদুর রাজ্জাক যাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসেবে ধরা হচ্ছে৷ তবে পেস বোলিংয়ে খানিকটা দুর্বলতা রয়ে গেছে৷ বিশেষ করে মাশরাফির মত অভিজ্ঞ বোলার ইনজুরির কারণে বাদ পড়ায় এই জায়গাটিতে আরও কাজ করতে হবে বাংলাদেশ দলকে৷

স্কোয়াড: সাকিব আল হাসান (অধি.), তামিম ইকবাল (সহ অধি.), আবদুর রাজ্জাক, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মাহমুদুল্লাহ, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (উই), নাইম ইসলাম, নাজমুল হোসাইন, রকিবুল হাসান, রুবেল হোসাইন, শাফিউল ইসলাম, শাহরিয়ার নাফিস, সোহরাওয়ার্দী শুভ৷

সাফল্য: সুপার সিক্স ২০০৭, ওডিআই অবস্থান: ৯

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী