1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গোল্ডেন লায়ন’ ট্রফি

৩ সেপ্টেম্বর ২০১৩

গত বুধবার ভেনিসে শুরু হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসব, চলবে আগামী ৭ই সেপ্টেম্বর পর্যন্ত৷ সেদিনই ‘গোল্ডেন লায়ন’ পুরস্কার প্রদানের মাধ্যমে পর্দা নামবে চলচ্চিত্র উৎসবের৷ এবার গোল্ডেন লায়নের জন্য লড়বে বিশ্বের মোট ২০টি চলচ্চিত্র৷

https://p.dw.com/p/19agg
Workers set up the entrance of the the Lido Casino on the eve of the opening ceremony of the 70th Venice Film Festival on August 27, 2013 at Venice Lido. Hollywood honchos and aspiring stars will be boating into Venice for a dark, crisis-themed film festival from Wednesday, with British and American films dominating the race for the coveted Golden Lion award. George Clooney and co-star Sandra Bullock will rock the red carpet on the opening night, kicking off the festival with the hotly anticipated 'Gravity', a 3D sci-fi thriller starring the pair as astronauts. AFP PHOTO / GABRIEL BOUYS (Photo credit should read GABRIEL BOUYS/AFP/Getty Images)
ছবি: Gabriel Bouys/AFP/Getty Images

২০১৩ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবের জুরি-প্যানেলের প্রধান ইটালিয়ান চলচ্চিত্র নির্মাতা ব্যারনার্দো ব্যার্তোলুচি৷ বিভিন্ন দেশের ৫৩টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এবারের উৎসবে৷ এ বছরের আসর সাজানো হয়েছে ‘ক্রাইসিস থিম' নিয়ে৷ ২০০৮ সালে অর্থনীতিতে ধস নামার পর মানুষের মানবিক, সামাজিক জীবনে এর যে প্রভাব পড়েছে, এমনকি চলচ্চিত্র শিল্পেও যে প্রভাব পড়েছে – সেসব বিষয়ই এবারের উৎসবের চলচ্চিত্রগুলোতে প্রতিফলিত হয়েছে৷

শুধু তাই নয়, ৭০তম এ উৎসবের পরিচালক আলবার্তো বারবেরা প্রতিযোগিতার মূল আসরে যে ছবিগুলি বেছে নিয়েছেন, তাদের মধ্যে অধিকাংশ ছবিরই মূল বিষয় অন্ধকারাচ্ছন্ন সমাজ-ব্যবস্থা অথবা ভয়ানক কোনো সত্য৷ এই যেমন, নির্যাতন, যৌনতা, মনস্তাত্ত্বিক সমস্যা এবং আত্মহত্যার মতো বিষয়গুলি উঠে এসেছে আলেক্সান্দ্রোস আভরানাসের ‘মিস ভাওলেন্স' ছবিটির মধ্যে৷

HANDOUT - Alexandra Finder und David Zimmerschied als Familie in einer Szene des Films "Die Frau des Polizisten" (undatierte Aufnahme). Der von der Film- und Medienstiftung NRW geförderte Film des Düsseldorfer Regisseurs Philip Gröning konkurriert um den Goldenen Löwen bei den 70. Internationalen Filmfestspielen von Venedig. Foto: Philip Gröning Filmproduktion (zu dpa-Meldung vom 25.07.2013) ACHTUNG: Nur zur redaktionellen Verwendung im Zusammenhang mit der Berichterstattung über den Film und mit vollständiger Nennung der Quelle
ফিলিপ গ্রোয়েনিং পরিচালিত ‘দ্য পুলিশ অফিসার্স ওয়াইফ' ছবিটিতে দারিদ্র্যের করুণ মূর্তি প্রতিফলিত হয়েছেছবি: picture-alliance/dpa

ল্যারি ব্রাউনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘জো' ছবিটি পরিচালনা করেছেন ডেভিড গর্ডন গ্রিন, যার মূখ্য ভূমিকায় রয়েছেন নিকোলাস কেজ৷ উৎসবের তৃতীয় দিনে প্রদর্শিত হয় মুভিটি৷ ছবির প্রতিটি দৃশ্যেই অর্থনৈতিক মন্দার চিত্র ফুটে উঠেছে৷ সংবাদ সম্মেলনে কেজ জানালেন, তিনি চলচ্চিত্র নির্বাচনের দিক দিয়ে বরাবরই ভীষণ সতর্ক থাকেন৷ এ কারণে পুরো এক বছর কোনো কাজ হাতে নেননি৷ তারপরই এই ছবির চিত্রনাট্যটি তাঁর হাতে এসে পড়ে এবং সেটি তিনি লুফে নেন৷

এবারের উৎসবে জার্মান একটি চলচ্চিত্রও বেশ প্রশংসিত হয়েছে৷ ফিলিপ গ্রোয়েনিং পরিচালিত ‘দ্য পুলিশ অফিসার্স ওয়াইফ' ছবিটিতেও দারিদ্র্যের করুণ মূর্তি প্রতিফলিত হয়েছে৷ পরিচালক জানালেন, ছবিটিতে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি অর্থনীতির প্রভাবটাও ফুটে উঠেছে৷

এ বছরের উৎসব শুরু হয় জর্জ ক্লুনি ও সান্ড্রা বুলক অভিনীত ফিল্ম ‘গ্র্যাভিটি' দিয়ে৷ ছবিটি প্রদর্শনীর পর এর পরিচালক আলফানসো কোয়েরন জানালেন, মহাকাশে দুর্ঘটনা নিয়ে তাঁর এই বড় বাজেটের ছবিটি আশা অনুযায়ী ব্যবসা করবে না বলে ধারণা তাঁর৷

১৯৭০ ও ৮০ দশকের বিখ্যাত পরিচালক পল স্ক্যাদার বললেন, অর্থনৈতিক মন্দার কারণে চলচ্চিত্র শিল্পে বেশ বড় প্রভাব পড়েছে৷ এ কারণেই হয়ত লিন্ডসে লোহানকে নিয়ে ‘ক্যানিয়ন্স' নামে বেশ কম বাজেটের মুভি তৈরি করেছেন তিনি৷

মূল প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত জেমস ফ্রাঙ্কো পরিচালিত ‘চাইল্ড অফ গড'-ও৷ অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফ ওয়াল্টজ অভিনীত ‘দ্য জিরো থিওরেম', জুডি ডেঞ্চ অভিনীত ‘ফিলোমেনা', স্কারলেট জোহনসনের ‘আন্ডার দ্য স্কিন' এবং জ্যাক এফরনের ‘পার্কল্যান্ড'-ও এই তালিকায় রয়েছে৷

ভাসমান এই শহর এখন নামি-দামি তারকাদের পদচারণায় মুখর৷ তবে এবারের উৎসবে এশিয়ার প্রতিনিধিত্ব করছে মাত্র দুটো চলচ্চিত্র৷ জাপানের বিখ্যাত কার্টুন-ছবি নির্মাতা হায়াও মিয়াজাকির ‘দ্য ভিন্ড রাইসেস' এবং তাইওয়ানের নির্মাতা সাই মিং-লিয়াংয়ের ‘স্ট্রে ডগস'৷

এছাড়া, এবার বিশ্বের নানা প্রান্ত থেকে ৭০ জন নির্মাতাকে বলা হয় ৭০টি ‘মাইক্রো শর্ট ফিল্ম' নির্মাণ করার জন্য৷ যার ব্যাপ্তি ৬০ থেকে ৯০ সেকেন্ড৷ উদ্বোধনের প্রথম দিনেই এগুলো প্রদর্শিত হয়৷

এপিবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য