1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার খালি কলসি, হারিকেন হাতে রাস্তায় গৃহবধুরা

১২ এপ্রিল ২০১০

হত্যা মামলার তদন্তে এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ আর বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে বাংলাদেশের পত্রিকাগুলোতে৷ গৃহবধুরা রাস্তায় নেমেছেন খালি কলসি নিয়ে, রয়েছে রাজধানীতে অপরাধ বৃদ্ধির খবর৷

https://p.dw.com/p/MtNw
ফাইল ফটোছবি: AP

জিজ্ঞাসাবাদ ইস্যু

সোমবারের পত্রিকাগুলোতে হঠাৎই যে খবরটি নিয়ে আলোড়ন, সেটি একজন বড় মাপের ব্যবসায়ীকে নিয়ে৷ দৈনিক প্রথম আলো এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম জানাচ্ছে, পুরানো ঢাকার এক কাউন্সিলরকে হত্যা মামলায় ‘তথ্য যাচাইয়ে' বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে রবিবার রাতে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ৷ রাত সাড়ে দশটায় শাহ আলম আইনজীবীসহ গোয়েন্দা দপ্তরে যান এবং সোয়া ১২টায় তাঁকে বের হয়ে যেতে দেখা যায় বলে জানিয়েছে পত্রিকা দুটি৷

ভন্ড পীর

দৈনিক প্রথম আলো আজকের প্রধান প্রতিবেদন করেছে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে৷ শিরোনাম, ‘ভন্ড পীর, ভয়ঙ্কর চিকিৎসা৷' বাংলাদেশের মুন্সিগঞ্জে চিকিৎসার নামে শিশু এবং নারীদের উপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন এক কথিত পীর৷ এই বিষয়টিই ফুটে উঠেছে প্রতিবেদনে৷

দাবি নিয়ে রাস্তায় গৃহবধুরা

দৈনিক যুগান্তর, দৈনিক সমকালসহ কয়েকটি পত্রিকা জানিয়েছে, পানির দাবিতে গতকাল ঢাকার মহাখালীতে রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষ৷ ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের৷ প্রায় ১ ঘন্টা সংশ্লিষ্ট এলাকায় গাড়ি চলাচল কার্যত বন্ধ থাকে৷ এর আগে গত ৬ই এপ্রিলও এই এলাকার সাধারণ মানুষ পানির দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন৷ কিন্তু তারপরও ওয়াসা কর্তৃপক্ষ তাদের চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ায় পুনরায় একই ধরণের প্রতিবাদ জানালো তারা৷

তবে শুধু ঢাকাই নয়, বাংলাদেশের আরেক শহর যশোরেও পানি আর বিদ্যুতের দাবিতে গৃহবধুরা খালি কলসি, বালতি আর হারিকেন নিয়ে মিছিল করেছেন৷ বেশ কয়েকটি পত্রিকা জানিয়েছে এই খবর৷

শুভেচ্ছা কার্ড

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন৷ এই খবরটি জায়গা করে নিয়েছে কয়েকটি পত্রিকায়৷

এছাড়া, দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘রাজধানীতে অপরাধ আগের চেয়ে কিছুটা বেড়েছে'৷ খোদ মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক এই তথ্য জানিয়েছেন৷ তবে, তিনি আশ্বস্ত করে বলেছেন, এই বৃদ্ধি উদ্বেগজনক নয়৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়