1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহযুদ্ধ থামাবেন জেমস বন্ড!

Sanjiv Burman২৬ সেপ্টেম্বর ২০১৩

তবে সেটা মুভিতে নয়, উপন্যাসে৷ বের হয়েছে বন্ডকে নিয়ে লেখা সর্বশেষ উপন্যাস৷ বন্ড চরিত্র নির্মাতা ইয়ান ফ্লেমিং পরিবারের অনুমতি নিয়ে উপন্যাসটি লিখেছেন আরেক থ্রিলার লেখক উইলিয়াম বয়েড৷

https://p.dw.com/p/19orK
British Airways ambassador Helena Flynn holds British author William Boyd's new James Bond novel "Solo" during a photo call a day ahead of the book's publishing in central London on September 25, 2013. Solo follows British agent 007 on an African adventure. AFP PHOTO/Leon Neal (Photo credit should read LEON NEAL/AFP/Getty Images)
ছবি: LEON NEAL/AFP/Getty Images

বুধবার লন্ডনে মুভির বন্ডের মতোই নাটকীয়ভাবে প্রকাশিত হলো ‘সোলো' উপন্যাসটি৷ লন্ডনের ফাইভস্টার ‘দি ডরচেস্টার' হোটেল থেকে জেনসেন স্পোর্টস কারে করে বাক্সবন্দি বই সোলো রওয়ানা দেয় হিথরো বিমানবন্দরের উদ্দেশ্যে৷ সে সময় সোলোর সঙ্গী থাকেন ব্রিটিশ এয়ারওয়েজের সুন্দরী বিমানবালারা৷ সেখান থেকে একেকটি বইয়ের গন্তব্য ছিল এডিনবরা, আমস্টারডাম, জুরিখ, নতুন দিল্লি, লস অ্যাঞ্জেলস, কেপ টাউন ও সিডনি৷ শহরগুলোর সঙ্গে হয় বন্ডের নতুবা বয়েডের সংশ্লিষ্টতা রয়েছে৷

James Bond book 'Solo' outside the Dorchester Hotel during a media event to launch the book in London September 25, 2013. REUTERS/Suzanne Plunkett (BRITAIN - Tags: ENTERTAINMENT MEDIA SOCIETY)
জেমস বন্ড উপন্যাস ‘সোলো’-র লেখক উইলিয়াম বয়েডছবি: Reuters

ডরচেস্টার হোটেলকে বেছে নেয়ার কারণ উপন্যাসের ঘটনা শুরু সেই হোটেল থেকেই৷ সেখান থেকে বন্ড অ্যাসানইমেন্ট নিয়ে যান পশ্চিম আফ্রিকার একটি দেশে গৃহযুদ্ধ থামাতে৷ কাজের প্রয়োজনে বন্ডকে যেতে হয় ওয়াশিংটনেও৷ ঘটনার সময়কাল ১৯৬৯ সাল৷

অক্টোবরের ৮ তারিখ উপন্যাসটি প্রকাশিত হবে যুক্তরাষ্ট্র ও ক্যানাডায়৷

জীবদ্দশায় বন্ড নিয়ে ১২টি উপন্যাস আর দুটি ছোটগল্পের সিরিজ লেখেন ইয়ান ফ্লেমিং ৷ এরপর কিংসলে অ্যামিস আর সেবাস্টিয়ান ফল্কস হয়ে সর্বশেষ বন্ড উপন্যাসটি লিখলেন বয়েড৷ তিনি নিজেও একজন থ্রিলার লেখক৷ ‘রেস্টলেস' এবং ‘ওয়েটিং ফর সামরাইজ' নামে তাঁর দুটি নামকরা বই রয়েছে৷ তবে বন্ডকে নিয়ে লেখার তিনি ফ্লেমিং এর বন্ড সংক্রান্ত বইগুলো আবারও পড়েন এবং সেখান থেকে প্রয়োজনীয় কিছু তথ্য টুকে রেখেছিলেন বলে জানিয়েছেন বয়েড৷

সোলো উপন্যাসে বয়েড বন্ডের আসল চরিত্র অনেকটা অবিকল রাখার চেষ্টা করেছেন বলে জানান৷ ফলে পোশাক-আশাক থেকে শুরু করে নারী, হুইস্কির প্রতি বন্ডের যে আসক্তি তার উপস্থিতি টের পাওয়া যাবে এই উপন্যাসে৷

সুতরাং আর দেরি কিসের!

জেডএইচ / এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য