1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার সাইবার যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইরান

২৩ জুন ২০১৯

মার্কিন মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ড্রোন ভূপাতিত করার জবাবে ইরানের মিসাইল কন্ট্রোল সিস্টেমে সাইবার হামলা চালিয়েছে দেশটি৷ তেহরান থেকেও সাইবার হামলা চেষ্টা বেড়েছে বলে মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো দাবি করেছে৷

https://p.dw.com/p/3KvxX
Symbolbild Cyber Angriff
ছবি: Imago/Science Photo Library

শনিবার মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের মিসাইল কন্ট্রোল সিস্টেম ও একটি গোয়েন্দা নেটওয়ার্কে যুক্তরাষ্ট্র সাইবার হামলা চালিয়েছে৷

ঐ পত্রিকায় আরো বলা হয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সাইবার কমান্ডকে এই হামলা চালাবার নির্দেশ দিয়েছেন৷ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেখানে আরো বলা হয়েছে, এই সাইবার হামলায় ইরানের মিসাইল কন্ট্রোল সিস্টেমের কম্পিউটারগুলো বিকল হয়ে গেছে৷

গেল কিছুদিন ধরে ইরান-মার্কিন দ্বন্দ্ব তুঙ্গে৷ গেল সপ্তাহে হরমুজ প্রণালীতে জাপানি ও নরওয়েজিয়ান ট্যাঙ্কারে হামলার পরই এই সাইবার হামলার নির্দেশ দেয়া হয়েছিল৷ এর মাঝে মার্কিন একটি ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশের পর তা ভূপাতিত করে ইরান, যদিও ওয়াশিংটন বলছে ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল৷ পরে ইরানে বিমান হামলার নির্দেশ দিয়ে আবার সরে আসেন ট্রাম্প

এদিকে, মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো বলছে, গেল কয়েকদিনে তেহরান থেকে তাদের রাষ্ট্রীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে হামলার সংখ্যা বেড়েছে৷ তবে তারা সফল হয়েছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি৷

যুক্তরাষ্ট্র-ইরান সাইবার যুদ্ধ এবারই প্রথম নয়৷ এর আগে ২০১০ ও ২০১৬ সালে দু'পক্ষই তাদের সাইবার শক্তি প্রদর্শন করে৷

জেডএ/এআই (এএফপি, এপি)