1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুয়ারেজের পকেটে কামড়

২৮ জুন ২০১৪

ইটালির খেলোয়াড় কিয়েলিনিকে কামড়ে বেশ পস্তাতে হচ্ছে উরুগুয়ের খেলোয়াড় সুয়ারেজকে৷ ফিফার শাস্তিমূলক নিষেধাজ্ঞার পর এবার স্পনসরররাও মুখ ফিরিয়ে নিচ্ছেন৷ পরিণতি বিপুল আর্থিক ক্ষতি৷

https://p.dw.com/p/1CRXm
Screenshot Tweets über Suarez
ছবি: https://twitter.com/SPORT1

বৃহস্পতিবার ফিফা চার মাসের জন্য সুয়ারেজকে সাসপেন্ড করে ও ১ লক্ষ সুইস ফ্রাঁ জরিমানা করে৷ ৯টি আন্তর্জাতিক ম্যাচেও খেলতে পারবেন না তিনি৷ অর্থাৎ বিশ্বকাপে উরুগুয়ের বাকি ম্যাচগুলো তো বটেই, সেইসঙ্গে নিজের লিভারপুল ক্লাবের জন্যও অক্টোবরের শেষ পর্যন্ত খেলার সুযোগ পাবেন না সুয়ারেজ৷ ২০১৫ সালের কোপা অ্যামেরিকা প্রতিযোগিতা পর্যন্ত চলবে এই শাস্তির প্রভাব৷ ফলে জাতীয় দলের হয়েও বহুদিন খেলতে পারবেন না তিনি৷

বৃহস্পতিবার ফিফার সিদ্ধান্তের পর সুয়ারেজ-এর অ্যাক্রেডিটেশন বাতিল হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে তাঁকে টিমের হোটেল ছেড়ে দিতে হয়৷

তার পরেই আসতে শুরু করেছে একের পর এক দুঃসংবাদ৷ প্রথমেই আডিডাস বিশ্বকাপ সংক্রান্ত সব বিজ্ঞাপন থেকে সুয়ারেজকে বাদ দেবার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে বিশ্বকাপ ফাইনালের আগে সুয়ারেজের সঙ্গে চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না তারা৷ ফিফার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে আডিডাস৷

জিব্রল্টার-ভিত্তিক জুয়ার ওয়েবসাইটের নাম ৮৮৮পোকার৷ লিভারপুল ক্লাবের তারকা হিসেবে তারা কয়েকদিন আগেই স্পনসর হিসেবে সুয়ারেজের সঙ্গে চুক্তি করেছিল৷ কিন্তু মঙ্গলবারের ঘটনার পর তারা সেই চুক্তি বাতিল করেছে৷

তবে সুয়ারেজের প্রতি সহানুভূতিরও অভাব নেই৷ উরুগুয়ের সমর্থক ও কর্মকর্তারা থেকে আর্জেন্টিনা দলের অতীতের তারকা মারাদোনার কণ্ঠে শোনা গেছে অনেক স্তুতিবাক্য৷ তিনি নিজেও কম বিতর্কে জড়িয়ে পড়েননি৷ তীব্র শ্লেষের সঙ্গে তিনি বলেছেন, সুয়ারেজকে গুয়ান্তানামো কারাগারে বন্দি রাখলেই হয়! তাঁর মতে, এমন কোনো বড় ঘটনা ঘটেনি৷ কেউ নিহত হয়নি৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য