1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এমন গোলই সেরা হওয়া উচিত!

১০ জানুয়ারি ২০১৭

ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ এই খবরের কারণে চাপা পড়ে গেছে এশিয়ার একটি ভালো খবর৷

https://p.dw.com/p/2VZ5o
 মো. ফয়েজ সুবরি
ছবি: Reuters/R. Sprich

২০০৯ সাল থেকে সবচেয়ে সুন্দর গোল দেয়া ফুটবলারকে স্বীকৃতি দিয়ে আসছে ফিফা৷ হাঙ্গেরীয় কিংবদন্তি ফুটবলার পুসকাসের নামে এই পুরস্কারটি দেয়া হয়৷ এবারই প্রথম সেই পুরস্কার পেলেন এশিয়ার কোনো খেলোয়াড়৷ তাঁর নাম মোহাম্মদ ফয়েজ সুবরি৷ মালয়েশিয়ার পেনাং ক্লাবে খেলেন তিনি৷ ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি লিগের এক খেলায় দূর থেকে নেয়া ফ্রি-কিকে গোল করেন সুবরি৷ শট নেয়া বলটি শুরুতে পোস্টের বাম পাশের বার বরাবর যেতে থাকলেও শেষ পর্যন্ত সেটি বাঁক নিয়ে একেবারে ডান পাশের বারে লেগে গোলে প্রবেশ করে৷

এই পুরস্কার পাওয়ায় ২৯ বছর বয়সি সুবরিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক৷ তিনি বলেন, সুবরির এই খেতাব মালয়েশিয়ার অনেক ফুটবলারকে অনুপ্রাণিত করবে৷

সুবরি নিজে বলেছেন, এটি তাঁর জীবনের সেরা গোল৷ পুরস্কার নেয়ার পর তিনি বলেন, ‘‘সত্যি করে বললে, আমার কখনও মনে হয়নি যে আমি এই পর্যায়ে আসতে পারব এবং বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে দাঁড়াতে পারব৷'' পুরস্কার নেয়ার পর বক্তব্য দেয়ার জন্য ডায়াসে দাঁড়িয়ে তিনি কয়েক সেকেন্ড সময় নিয়ে মোবাইলে থাকা তাঁর বক্তব্য খুঁজে বের করেন৷

পুসকাস অ্যাওয়ার্ড জেতার মধ্য দিয়ে ফয়েজ সুবরি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ইব্রাহিমোভিচ, নেইমারের মতো ফুটবলারদের তালিকায় নাম লেখালেন৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য