1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়াডে প্রমীলা ক্রিকেট, চীনের জন্য নতুন খেলা

১১ নভেম্বর ২০১০

এশিয়ান গেমসের এবারের আসর থেকে সংযুক্ত হলো নতুন একটি ইভেন্ট৷ হ্যাঁ, মেয়েদের ক্রিকেট৷ প্রথম খেলায় অংশ নিচ্ছে স্বাগতিক দেশ চীন৷ তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া৷

https://p.dw.com/p/Q60b
এবার চীন ক্রিকেট শুরু করলে বাকিদের কী হবে?ছবি: AP

ভারতে প্রমীলা ক্রিকেটের চল অনেক আগে থেকেই৷ আর বাংলাদেশ এই তো কয়েক বছর হলো বেশ জমেছে এই ক্রিকেট৷ কিন্তু এতো দিনেও মহিলাদের ক্রিকেট খেলাটি ইভেন্ট হিসাবে এশিয়াডে-এ অন্তর্ভুক্ত ছিল না৷ এবারের এশিয়াডে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট হবে টি-২০ ধাঁচে৷ আটটি দলকে দুইভাগে ভাগ করা হয়েছে৷ এ-গ্রুপে রয়েছে, পাকিস্তান, থাইল্যান্ড, স্বাগতিক চীন এবং মালয়শিয়া৷ অন্যদিকে, বি-গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে হংকং, নেপাল এবং শক্তিশালী জাপান৷ ভারত এই ইভেন্টে দল পাঠায়নি৷ এ নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা একটু অবাক হয়েছেন বলেই জানা যাচ্ছে৷

গুয়াংজুর ১২ হাজার সিটের নতুন স্টেডিয়ামে এক সপ্তাহেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট৷ মজার ব্যাপার হচ্ছে, প্রমিলা ক্রিকেটের সব টিকিট বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই৷ আগে ভাবা হতো চীনে ক্রিকেট কোন জনপ্রিয় খেলা নয়৷ কিন্তু টিকিট বিক্রির এই হাল দেখে সেই ভাবনা চিন্তাকে একটু ঠেলে সরিয়েই দেয়া হচ্ছে৷

Logo Asian Games 2010
এশিয়ান গেমস ক্রিকেটের জনপ্রিয়তা আরও ছড়িয়ে দেবে

আন্তর্জাতিক অঙ্গনে এই খেলার কোন অভিজ্ঞতাও চীনের নেই৷ কিন্তু নাচতে যখন নেমেছে, তখন উঠোন বাঁকা বললে তো আর হবে না৷ তাই পাকিস্তানের সাবেক জাতীয় দলের খেলোয়াড় রশিদ খানকে চীন নিয়োগ দেয় কোচ হিসাবে৷ এরপর বেশ কিছুদিন সেই কোচের আওতায় দুরন্ত প্রশিক্ষণ৷ খান বললেন, ‘চীনারা বেশ দ্রুত শিখে নিতে পারে, প্রযুক্তিতে যেমন, ঠিক তেমনই খেলাধুলায়৷' আগামী শনিবার প্রথম খেলায় চীনের মেয়েরা বেশ ভালো করবে বলেই আশাবাদ চীনা কোচের৷

ইতিমধ্যেই ভালো খেলার লক্ষ্য নিয়ে চীনের গুয়াংজু পৌঁছেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল৷ বাংলাদেশের প্রথম খেলা ১৪ নভেম্বর৷ রবিবার হংকংয়ের সাথে জিততে পারলে বাংলাদেশের পরবর্তী খেলা পড়বে নেপাল ও জাপানের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে৷ ১৯ নভেম্বর হবে প্রমীলা ক্রিকেটের ফাইনাল ম্যাচ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক