1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান কাপ শুরু, প্রথম খেলায় হারল কাতার

৮ জানুয়ারি ২০১১

১৫তম এশিয়ান কাপ-এর আসর শুরু হলো শুক্রবার৷ কাতারের রাজধানী দোহার খলিফা স্টেডিয়ামে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এশিয়ার ফুটবল আসর৷ উদ্বোধনী খেলায় উজবেকিস্তানের কাছে স্বাগতিকদের হার৷

https://p.dw.com/p/zuyy
কাতার, গোল, উজবেকিস্তান, জাতীয়, দল, খেলোয়াড়, ডিয়েপারভ, উল্লাস, Uzbekistan, national, soccer, player, Djeparov, goal, Qatar, AFC, Asian, Cup, group A, match, Khalifa, Stadium, Doha, Qatar, Asian, Cup,
কাতারের বিরুদ্ধে গোল করার পর উজবেকিস্তানের জাতীয় দলের খেলোয়াড় ডিয়েপারভ-এর উল্লাসছবি: AP

এবারের আসরে অংশ গ্রহণকারী ১৬ জাতির প্রতিনিধিরা নিজ দেশের পতাকা নিয়ে নাচের তালে তালে হাজির হন জনাকীর্ণ স্টেডিয়ামের সবুজ চত্বরে৷ ৪০ হাজার আসনের স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ৷ ছিল উপভোগ্য আলোকসজ্জার বাহার৷ এছাড়া নন্দনীয় আতশবাজি দেখেছে গোটা নগরবাসী৷ এশিয়ান কাপের আগের আসরগুলোতে স্বাগতিক দেশের জাতীয় সংগীত পরিবেশন করতেন কোন একক শিল্পী কিংবা গোষ্ঠী৷ তবে এবার সেটাতে পরিবর্তন আনা হয়৷ স্বাগতিক দেশ কাতারের জাতীয় সংগীত গেয়েছে গোটা স্টেডিয়ামে উপস্থিত ক্রীড়ামোদী জনতা৷

যাহোক, এশিয়ান কাপ শুরু হলো স্বাগতিকদের হতাশা দিয়ে৷ উদ্বোধনী খেলায় উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে কাতার৷ ফলে গ্রুপ এ'র সীমানা পেরিয়ে সামনে এগুনো হয়তো সম্ভব হবে না স্বাগতিকদের পক্ষে৷ এই গ্রুপেই রয়েছে চীন এবং কুয়েত৷ প্রথম খেলায় হেরে একরাশ কষ্ট ঝরে পড়ল কোচ ব্রুনো মেটসুর কণ্ঠ থেকে৷ বললেন, ‘‘আমাদের দলের জন্য এটা খুব খারাপ শুরু৷ আমরা আরো ভালোভাবে খেলতে চেয়েছিলাম এবং ভক্তদের জন্য আমরা জয় পেতে চেয়েছিলাম৷ এটা গুরুত্বপূর্ণ নয় যে, এই খেলা আমার কাছে কী অর্থ বহন করে৷ বরং কাতারের মানুষ এটিকে কেমনভাবে দেখেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ৷ তাই তাদের জন্যই আমরা জিততে চেয়েছিলাম৷''

অনেকটা মেটসুর সুরেই কথা বলেছেন বিজয়ী দলের কোচ ভাডিম আব্রামভ৷ তিনি বলেন, ‘‘যদিও এই জয়ের মধ্য দিয়ে মাত্র তিন পয়েন্ট পেলাম আমরা, যা তেমন কিছুই নয়৷ তবুও এই জয়ে আমি খুশি৷ কিন্তু একইসাথে কাতারের জনগণের জন্য আমারও খারাপ লাগছে৷ কারণ তাদের জন্য এটা বেশ উল্লাসের কারণ হতে পারতো, কিন্তু শেষ পর্যন্ত তারা হেরে গেল৷ অবশ্য তাদের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ এখনও রয়েছে৷'' তবে প্রতিযোগিতার দৌড়ে থাকতে হলে স্বাগতিকদের গ্রুপে থাকা চীন ও কুয়েত দুই দলের বিরুদ্ধেই জিততে হবে৷

‘২০২২ সালের আসর জানুয়ারি মাসে হতে পারে'

এদিকে, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আসর জানুয়ারি মাসে হতে পারে বলে মন্তব্য করলেন স্বয়ং ফিফা প্রধান সেপ ব্লাটার৷ দোহায় এশিয়ান কাপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ব্লাটার৷ সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘বিষয়টি নিয়ে ভাবার জন্য এখনও সময় রয়েছে৷ কারণ আরো ১১ বছর পর অনুষ্ঠিত হবে সেই আসর৷ তবুও একটি সফল বিশ্বকাপ আসরের জন্য সবচেয়ে উপযুক্ত সময়টিই বেছে নিতে হবে, যা জানুয়ারি কিংবা বছরের শেষ সময়টা হতে পারে৷''

উল্লেখ্য, এতোদিন পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের আসর জুন এবং জুলাই মাসে অনুষ্ঠিত হয়ে আসছে৷ কিন্তু মরুর দেশ কাতারে সেসময় তাপমাত্রা ৫০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে৷ তাই ২০২২ সালের আসরের সময়টা পাল্টানো যায় কি না এ'নিয়ে বেশ মন্তব্য শোনা যাচ্ছে ফুটবল বোদ্ধাদের কাছ থেকে৷ এই প্রেক্ষিতেই বিষয়টা নিয়ে ইঙ্গিত দিলেন ফিফা প্রধান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য