1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান গেমস: ঘোড়া নিয়ে ভারত-চীন বিরোধ

১৪ নভেম্বর ২০১০

এশিয়ান গেমসের প্রথম দিনেই স্বাগতিক চীনের তাদের ঝুলিতে ১৯ টি সোনা৷ আর চারটি করে স্বর্ণ পদক নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে দুই প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া৷ এদিকে ইকুয়েস্ট্রিয়ানে ভারতের ঘোড়াগুলোকে বাদ দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/Q858
Asian Games Asienspiele 2010
এশিয়ান গেমসের চোখ ধাধানো উদ্বোধনী অনুষ্ঠানছবি: AP

প্রথম দিনেই মাত

চীনের আধিপত্য দেখা গেছে প্রথম দিনের শুরু থেকেই৷ বিশেষ করে ড্যান্স ফ্লোরে তাদের ধরার মত তেমন কেউই ছিল না৷ চা চা চা, ওয়াল্টজ এবং ফক্সটর্ট এই সবগুলো নাচের পাঁচটি সোনার সবগুলোই তাদের দখলে৷ এর বাইরে রয়েছে শুটিং, পুরুষদের জিমন্যাস্টিক্স ও মার্শাল আর্ট উশু৷ এদিকে জাপানিদের নিজস্ব মার্শাল আর্ট জুডো থেকে তিনটি সোনা হাতিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়া৷ উল্লেখ্য, গতবার দোহায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ১৬৫ টি স্বর্ণপদক জিতেছিল চীনারা৷ এবার নিজ দেশের শহর গুয়াংঝৌতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান গেমস৷ তাই গতবারের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই তারা শুরু করেছে৷

রাজনৈতিক বিরোধের হাওয়া

তবে এশিয়ান গেমসের প্রথমদিনেও রাজনীতি কিছুটা ছাপ রেখেছে৷ যেমন, মার্শাল আর্ট প্রতিযোগিতায় চীনা ও জাপানি দলের লড়াইয়ের উত্তেজনা দর্শকদের মধ্যেও দেখা যায়৷ তবে আয়োজকরা দুই দেশের রাজনীতিকে খেলায় স্থান দিতে নারাজ৷ অন্যদিকে ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টে ভারতের সঙ্গে আয়োজকদের বেশ একটা ঝামেলা বেধে গেছে৷ জানা গেছে, ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টের জন্য আটটি ঘোড়া এনেছিল ভারত৷ কিন্তু চীনা আয়োজকদের ভেটেরিনারি টেস্ট উতরাতে পারেনি ঘোড়াগুলো৷ ফলে তাদের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে৷ এই নিয়ে ভারতের পক্ষ থেকে নালিশও জানানো হয়েছে৷ কিন্তু শেষ মুহূর্তে ঘোড়াগুলোকে অকৃতকার্য বলে ঘোষণা দেওয়ায় তারা আর ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টে অংশ নিতে পারছে না৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই