1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়া কাপ ফুটবল: টিকিট বিক্রির টাকা যাচ্ছে বন্যার্তদের কাছে

২৮ জানুয়ারি ২০১১

মানবিকতার জন্য খেলা৷ সে খেলা হচ্ছে দোহায়৷ এশিয়ান কাপ ফুটবলের আসরটিকে এক কথায় মানবিকতার জন্য খেলা বললে মোটেই ভুল বলা হবে না৷ আগামীকাল এই আসরের ফাইনাল৷ জাপানের মুখোমুখি অস্ট্রেলিয়া৷

https://p.dw.com/p/106Wa
এশিয়ান কাপ ২০১১ছবি: AP

এশিয়ান ফুটবল ফেডারেশনের আয়োজনে এবার চ্যাম্পিয়নশিপের আয়োজক কাতার৷ রাজধানী দোহায় এই আসরকে ঘিরে সাজানো হয়েছিল দারুণ করে৷ এক উৎসব আমেজ ছিল প্রায় পুরো মাস ধরে৷ এই আসর যখন শুরু হচ্ছে তখন বিশ্বের বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগের ডামাডোল, বিশেষ করে বন্যা৷

আর তাই এশিয়ান ফুটবল ফেডারেশন এবং আয়োজক কাতার ফুটবল ফেডারেশন যৌথভাবে সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া, শ্রীলংকা আর থাইল্যান্ডের বন্যাপীড়িতদের সাহায্যার্থে দেওয়া হবে টিকিট বিক্রির অর্থ৷ সেমিফাইনালে সব মিলিয়ে তিন লাখ ৩০ হাজার মার্কিন ডলার উঠেছে৷ একটি সাহায্য সংস্থার মাধ্যমে এই অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য পাঠানো হবে৷ তবে সেই সংগঠনের নাম এখনো প্রকাশ করা হয়নি৷

যাহোক আগামীকালের ফাইনাল ম্যাচকে ঘরে বেশ সাড়া পড়েছে দোহায়৷ পরপর তিন বার চ্যাম্পিয়ন ট্রফি ঘরে নিয়ে যাওয়া জাপানের প্রতিপক্ষ এবারই প্রথবারের মতো ফাইনালে যাওয়া অস্ট্রেলিয়া৷ দুই দলের খেলোয়াড়রা রয়েছেন শেষ মূহুর্তের প্রশিক্ষণে৷ দুই দলই ভালো করার জন্য আশাবাদী৷ সংবাদ সূত্রগুলো জানাচ্ছে, অস্ট্রেলিয়া ৪-২-৩-১ পদ্ধতিতে খেলার পরিকল্পনা করছে৷ অপরদিকে, চেরি ফুলের দেশ জাপানের খেলোয়াড়রাও খেলতে পারেন একই পদ্ধতিতে৷ ফলে পুরো ম্যাচ যে প্রচন্ড প্রতিযোগিতাপূর্ণ হবে- তা কি আর বলার অপেক্ষা রাখে!

এদিকে, জাপানের ফুটবল স্টার ইজি কাওয়াসিমা বলেছেন, জাপান নতুন এক ইতিহাস লিখবে দোহায়৷ আমাদের চ্যাম্পিয়ন হবার স্বপ্ন আছে৷ আমরা সেভাবেই খেলব৷ আর এই ম্যাচটিকে একেবারে খাটো করে না দেখে, সেয়ানে সেয়ানে লড়াই হিসাবেই দেখছেন তিনি৷ জাপানের এই স্বপ্ন আসলে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়া৷ কারণ. তিনবার কাপ নিয়ে যাওয়ার তালিকায় জাপান ছাড়াও আছে সৌদি আরব এবং ইরানের নাম৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়