1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসআরকে’র সঙ্গে ছবি করার স্বপ্ন দেখছেন বারবারা মোরি

২৫ মে ২০১০

ঋত্বিক রোশনের সঙ্গে ‘কাইটস’-এ মন মাতানোর পর মেক্সিকান সুন্দরীর নজর পড়েছে স্বয়ং শাহরুখ খানের উপর৷ ওদিকে অমিতাভ হতে চলেছিলেন শোপ্যাঁ৷

https://p.dw.com/p/NVxh
ঋত্বিক রোশনছবি: UNI

অবশ্য বলিউডে ঢোকার আগে বারবারা'কে তাঁর ইংরেজি, হিন্দি ইত্যাদি কিছুটা পালিশ করে নিতে হবে৷ এমনকি মুম্বই'তে ঋত্বিক রোশন এবং ‘কাইটস'-এর প্রযোজক রাকেশ রোশনের সঙ্গে ছবিটির প্রোমোশন করার সময় বারবারা'কে বারংবার পিতাপুত্রকে জিজ্ঞেস করতে হয়েছে, দর্শকরা কি জানতে চাইছে৷ - বারবারা ইতিপূর্বে মডেলিং করেছেন, মেক্সিকান টিভি'র সোপে অভিনয় করেছেন, গোটা কয়েক ফিল্মেও অভিনয় করেছেন৷ কিন্তু ‘কাইটস'-ই নাকি এযাবৎ তাঁর সেরা ছবি, বলেছেন বারবারা৷ ঋত্বিকও বলছেন, তিনি নাকি বারবারা'র কাছ থেকে অনেক কিছু শিখেছেন৷

১৪০ কোটি ভারতীয় টাকার ছবিটি দর্শক কিংবা সমালোচকদের কাছ থেকে বিশেষ আমল না পেলেও, উত্তর আমেরিকায় রিলিজের সপ্তাহান্তেই টপ টেন'এ ঢুকে পড়েছে৷ এছাড়া পেয়েছে যুক্তরাষ্ট্রে সমালোচকদের প্রশংসা এবং একটি বলিউড ফিল্মের পক্ষে সর্বাধিক মেইনস্ট্রীম রিভিউ৷ ভারতে ‘কাইটস' ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ওপেনিং ডে গ্রস, অর্থাৎ প্রথম দিনের বক্স অফিস করেছে, ‘থ্রি ইডিয়টস'-এর পরেই৷ ব্রিটেনেও ‘কাইটস' ওপেনিং-এ পাঁচ নম্বর বক্স অফিস হিট৷ আগামী শুক্রবার ব্রেট ব়্যাটনারের তৈরী ‘কাইটস - দ্য রিমিক্স' প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের কয়েকটি বাছাই সিনেমা হলে৷ সাফল্যের আর কোনো সংজ্ঞা আছে কি?

Berlinale 2010 Shah Rukh Khan
মেক্সিকান সুন্দরীর নজর পড়েছে স্বয়ং শাহরুখ খানের উপরছবি: picture-alliance/ dpa

সিনেমা যদি ‘মেক বিলিভ' বা কল্পনা হয়, তবে তার আরো একটা প্রমাণ পাওয়া গেল স্বয়ং বিগ বি'র কাছ থেকে৷ সারাদিন কাজের পর অমিতাভ বচ্চন তাঁর পিয়ানোয় গিয়ে বসেন৷ তিনি পিয়ানো বাজাতে জানেন না৷ কিন্তু বস্তুটি একটি ইলেকট্রিক পিয়ানো, যে নিজেই নিজেকে বাজাতে পারে৷ অমিতাভ তাঁর ব্লগে লিখছেন, পিয়ানোটি নাকি তাঁকে ভাবায়, যেন তিনি পোল্যান্ডের সুবিখ্যাত সঙ্গীতস্রষ্টা এবং পিয়ানোবাদক শোপ্যাঁ হয়ে গেছেন৷ ‘‘কাজেই আমরা একটা ভুয়ো এবং কাল্পনিক জগতে বাস করি, যেখানে আমরা আত্মগরিমায় ভরপুর,'' শেষমেষ বাস্তবে ফিরে লিখেছেন অমিতাভ৷ সেই কারণেই বোধহয় তিনি আজও বিগ বি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার