1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসএ গেমস-এ ভারতকে টপকে সোনা জিতলো বাংলাদেশ

২ ফেব্রুয়ারি ২০১০

মঙ্গলবার একাদশ সাউথ এশিয়ান গেমস-এ মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত এবং দলগতভাবে সোনা জিতেছে স্বাগতিক বাংলাদেশ৷ এসএ গেমস-এ এটা বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয়৷ ভারত্তোলনে প্রথম সোনা জেতেন হামিদুল ইসলাম৷

https://p.dw.com/p/LplS
কিছুটা দেরিতে হলেও বাংলাদেশের সাফল্য দেখা যাচ্ছেছবি: AP

স্বর্ণজয়ী বাংলাদেশ দলের সদস্যদের মধ্যে রয়েছেন শারমিন আক্তার, সৈয়দা সাদিয়া সুলতানা এবং তৃপ্তি দত্ত৷ মঙ্গলবার রাজধানীর শুটিং কমপ্লেক্সে তাদের সম্মিলিত স্কোর ১১৯১৷ একই ইভন্টে ভারতের দলগত স্কোর ১১৭৫ এবং পাকিস্তানের ১১৪৭৷ অন্যদিকে, ব্যক্তিগতভাবে সোনা ও রূপার পদকটিও গেছে বাংলাদেশের ঝোলায় – যা লুফে নিয়েছেন শারমিন এবং সাদিয়া৷ তবে ব্রোঞ্জ পদকটি পেয়েছেন ভারতের মামটি দাস৷

শারমিনের পথ চলা শুরু হয় ২০০৪ সালে৷ তখন তিনি নেহাতই স্কুলের ছাত্রী৷ বাবা রফিকুল ইসলামের প্রাথমিক আপত্তি সত্ত্বেও, তাঁর হাত ধরেই হাতে খড়ি হয় শারমিনের৷ ২০০৭ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপ-এ ভালো ফল করেন তিনি৷ জয় করেন ইসলামাবাদ সাফ গেমস-ও৷ আর এবার ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতার পর, অলিম্পিকেও তাঁর যাদু দেখাতে দৃঢ় প্রতিজ্ঞ শারমিন৷ তাঁর কথায়, ‘‘এমনদিন বারবার আসে না৷ আমি সত্যিই খুশি৷ তাই আমার কোচ শোয়েবুজ্জামান এবং ফেডারেশনকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার জন্য ধন্যবাদ জানাই৷''

ওদিকে, বাংলাদেশের মেয়েদের ‘পারফরম্যান্স' দেখে খানিকটা হলেও যেন হিংসায় জ্বলছে ভারত৷ তাদের কথায়, অলিম্পিক আর কমনওয়েলথ গেমসের প্রস্তুতি নিয়ে বর্তমানে প্রচণ্ড ব্যস্ত ভারতের সিনিয়র শুটাররা৷ সে জন্যই নাকি এসএ গেমস-এ অংশ নিয়েছেন ‘সিটি অফ জয়' থেকে আসা ১৩ বছরের মামটি৷

প্রতিবেদক : দেবারতি গুহ, সম্পাদনা : সঞ্জীব বর্মন