1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এসব কী করছে ইউরোপ?'

২ নভেম্বর ২০২০

বেশ কিছু ইউরোপীয় রাষ্ট্রে দ্বিতীয় দফার লকডাউন বিষয়ে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ এই পদক্ষেপকে ‘ড্রেকোনিয়ান' বা প্রয়োজনের চেয়ে বেশি কড়া বলে মনে করছেন তিনি৷

https://p.dw.com/p/3klLs
USA Präsident Donald Trump
ছবি: Mandel Ngan/Getty Images/AFP

ইউরোপের বেশ কিছু রাষ্ট্রের নতুন করে লকডাউনে প্রবেশ করাকে ‘ড্রেকোনিয়ান' বা অত্যধিক কড়া বলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গোটা অ্যামেরিকাজুড়ে চলছে প্রচার৷ মিশিগ্যানে সেরকমই একটি প্রচারসভায় লকডাউন বিষয়ে ট্রাম্প বলেন, ‘‘এসব কী করছে তারা (ইউরোপ)? আমি সেখানে গিয়ে তাদের বুঝিয়ে দিয়ে আসব৷''

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের দিকে আঙুল তুলে ইউরোপের সাথে মেলান ট্রাম্প৷ ভোটারদের সাবধান করে তিনি বলেন যে, ইউরোপের দেখাদেখি বাইডেনও এমন কাজকে সমর্থন করবেন৷

পাশাপাশি, ট্রাম্প জনতাকে কথা দেন যে তিনি আর কখনো অ্যামেরিকার অংশবিশেষকে লকডাউনের মাধ্যমে স্তব্ধ করবেন না৷ উত্তেজিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ আমিই আমেরিকাকে ফিরিয়ে এনেছি আর সেকারণেই আমি কথা দিচ্ছি যে, আমরা আর লকডাউন করব না৷''

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও যুক্তরাজ্য ইতিমধ্যে দ্বিতীয় দফার লকডাউনের ঘোষণা দিয়েছে৷

করোনা-রাজনীতির মাঝে প্রেসিডেন্ট নির্বাচন

মার্কিন যুক্তরাষ্ট্রের সংক্রমণ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউচি ওয়াশিংটন পোস্টকে বলেন যে আগামী দিনে করোনা সংকট অ্যামেরিকাকে আরো কঠিন সময়ের দিকে নিয়ে যাচ্ছে৷ তাঁর মতে, অ্যামেরিকা যেভাবে এই সংকটের সাথে লড়েছে, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না৷

একই সঙ্গে ডেমোক্রেটপ্রার্থী জো বাইডেন যেভাবে গুরুত্বের সাথে এই মহামারিকে দেখছেন, তাকে সাধুবাদ জানান ড. ফাউচি৷ নির্বাচনী প্রচারের তুঙ্গে ড.ফাউচির এই মন্তব্যকে রাজনীতি করা বলে মনে করছেন হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ারে৷

এসএস/কেএম( এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)