1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এ কান্না বিজয়ের'

১৪ আগস্ট ২০১৯

যানজটের ঢাকায় একটি সড়কের সিগন্যাল একবারে পার হওয়ার মূহুর্তটি উদযাপন করেছেন জনাকয়েক তরুণ৷ তাঁদের আনন্দঅশ্রু বিসর্জনের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে৷

https://p.dw.com/p/3NtF4
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/A.Abdullah

ঢাকার বিজয় সরণী, ফার্মগেটের খামারবাড়িসহ কয়েকটি সিগন্যাল পার হতে বেশ সময় লাগে৷ অনেক সময় আধ ঘণ্টারও বেশি সময় এসব সিগন্যালে অপেক্ষায় থাকতে হয়৷ মাঝেমধ্যে অফিস শুরুর সময়ে অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হয়৷

ভিডিওতে দেখা যায়, বিজয় সরণীর সিগন্যাল পার হওয়ার পর একজন মটরসাইকেল আরোহীকে অন্য মটরসাইকেল আরোহীকে বলেছেন, ‘‘দোস্ত আমরা এক চান্সে সিগন্যাল পার হইছি, ও মাই গড৷ ... কি যেন বলছিলি হ্যালির ধূমকেতু৷''

অন্যপাশ থেকে তখন আরেকজন বলেন, ‘‘দোস্ত মটরসাইকেল একটু সাইড করবি, আর পারতেছি না৷'' এরপর দুটো মটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যান তাঁরা৷

মাথায় লম্বা চুল আর মুখে দাড়ি থাকা যুবকটি চশমা খুলে চোখ মুছতে শুরু করেন, যা দেখে অট্টহাসিতে ফেটে পড়েন অন্যজন৷ হাসি থামছিল না কিছুতেই৷

‘কান্না করতেছিস ক্যান, কি হইছে?'-এই প্রশ্ন শুনেই লম্বা চুলের যুবকটি বলেন, ‘‘বিজয় সরণি সিগন্যাল এক চান্সে পার হয়ে গেছি দোস্ত৷ এইড দেখার জন্যই মনে হয় বাঁইচ্যা রইছিলাম৷''

অপরজন বলেন, ‘‘...ওর অফিস হলো ওই দিকে, এই দিক দিয়ে যায়, কখনোই বিজয় সরণির সিগন্যাল এক চান্সে পার করতে পারে নাই, আজকে পার হলাম আমরা৷''

এরপর ওই যুবক বলেন, ‘‘দোস্ত বুকে আয়, এ অশ্রু আনন্দের, এ কান্না বিজয়ের, এ মুহূর্ত স্মরণের৷'' এরপর দোস্ত সম্বোধন করে একে অপরের সঙ্গে কোলাকুলিও করেন৷ এরপর সবার মুখে ফুটে উঠে হাসি৷

মূল ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

এসআই/টিএম