1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
উদ্ভাবনস্লোভাকিয়া

ওড়ার অনুমোদন পেল উড়ন্ত গাড়ি

২৬ জানুয়ারি ২০২২

স্লোভাকিয়ার হাইব্রিড গাড়ি নির্মাতা ক্লাইনভিশনের গাড়িকে আকাশে ওড়ার অনুমতি দিয়েছে দেশটির পরিবহণ সংস্থা৷ তবে বাণিজ্যিকভাবে কাজ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সির অনুমোদন পেতে হবে৷

https://p.dw.com/p/466Jg
উড়ন্ত গাড়িছবি: Cover-Images/imago images

‘এয়ারকার' নামের হাইব্রিড বাহনটি রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়তে পারে৷ তিন মিনিটেরও কম সময়ে এটি রাস্তায় চলা গাড়ি থেকে আকাশে ওড়ার বাহনে পরিণত হতে পারে৷ শুধুমাত্র একটি বোতামে চাপ দিয়ে রূপান্তরের কাজটি শুরু করা যায়৷ 

উড়ন্ত গাড়িতে করে নিমেষেই গন্তব্যে!

আকাশে ওড়ার অনুমতি পেতে এয়ারকারকে পরীক্ষামূলকভাবে প্রায় ৭০ ঘণ্টা উড়তে হয়েছে৷ এই সময় ২০০ বারের বেশি টেকঅফ ও ল্যান্ডিং করেছে সেটি৷

আকাশে ওড়ার জন্য এয়ারকারের মাত্র ৩০০ মিটার রানওয়ে প্রয়োজন৷

ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে চলতে পারে এয়ারকার৷ যেতে পারে প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত৷

২০১৮ সালে ড্রোনের মতো দেখতে একটি ফ্লায়িং-ট্যাক্সির প্রোটোটাইপ প্রদর্শন করেছিল উবার৷

জার্মানির ফ্লায়িং-ট্যাক্সি স্টার্টআপ ‘লিলিয়ুম' এখন পর্যন্ত ৩৭৫ মিলিয়ন ডলার বা তিন হাজার ২২৪ কোটি টাকা বিনিয়োগ আকৃষ্ট করেছে৷

রিচার্ড কনোর/জেডএইচ