1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামাকে নিয়ে ইন্দোনেশিয়ায় ছবি

১ জুলাই ২০১০

ইন্দোনেশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছেলেবেলা নিয়ে একটি ছবির প্রথম প্রদর্শন হল বুধবার জাকার্তায়৷ বৃহস্পতিবার ছবিটি সাধারণ দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে সারা ইন্দোনেশিয়ায়৷

https://p.dw.com/p/O7XU
Obama in Childhood
শিশুকালে ওবামাছবি: AP

ছবির নাম ‘ওবামা আনাক মেনটেং' অর্থাৎ মেনটেঙের শিশু ওবামা৷ রাজধানী জাকার্তার উপকন্ঠে মেনটেং এলাকায় ১৯৬৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বারাক ওবামার ছেলেবেলা কেটেছে মা ও তাঁর ইন্দোনেশিয় সৎ বাবার সঙ্গে৷

ছবির সহপরিচালক ডেমিয়েন ডেমাত্রা বলেন, এই ছবিতে প্রেসিডেন্ট বারাক ওবামাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা হয়তো অ্যামেরিকার জনগণের কাছে অন্যরকম মনে হবে৷ দর্শকরা দেখবেন সম্পূর্ণ ভিন্ন একটি জগতে বসবাস করছেন বারাক ওবামা৷ সেই জগতে তিনি চিকেন সাতে খাচ্ছেন, কোন হ্যামবার্গার নয়৷

ছবিটি মূলত তৈরি করা হয়েছে সাক্ষাৎকারের ভিত্তিতে৷ সাক্ষাৎকার নেয়া হয়েছে সেই সময়কার প্রতিবেশীদের যারা বারাক ওবামাকে খুব কাছ থেকে দেখেছেন৷ ডেমিয়েন-এর দাবি, ছবির শতকরা ৬০ শতাংশ সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি আর মাত্র ৪০ শতাংশ কল্পনা৷

obama was in this school
জাকার্তার এই স্কুলেই ওবামা কাটিয়েছেন তাঁর শৈশবছবি: AP

দর্শকদের মন্তব্য

ছবির প্রিমিয়ার শো-তে দর্শকের সারিতে উপস্থিত ছিলেন ফিতরিয়াহ সারি৷ তিনি জানান, বেশ আন্তরিকভাবেই বারাক ওবামাকে তুলে ধরা হয়েছে৷ ছবিতে দেখানো হয়েছে, অনেক সময় শুধু ‘দুঃখিত' বললেই অনেক সমস্যার সহজ সমাধান বের হয়ে যায়৷ হাত পাকিয়ে, চোখ লাল করে শুধু সংঘাত আর সংঘর্ষই বাড়ে৷

আরেক দর্শক আসমুল খায়রি, ছবিটিকে ‘খুবই ইন্টারেস্টিং' বলে আখ্যায়িত করেন৷ তিনি বলেন, ছবিতে দেখানো হয়েছে খুব সহজ, সরল বারাক ওবামাকে৷ যিনি ধনী-দরিদ্র নির্বিশেষে সবার সঙ্গে মিশছেন৷ ধর্ম কোন বাধা হয়ে দাঁড়াচ্ছে না৷ সবার সঙ্গেই তিনি সহজভাবে মিশছেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন সবার প্রতি৷

শিশু ওবামার ভূমিকায় যে বালক

কে ওবামার মূল চরিত্রে অভিনয় করেছেন ? ১২ বছর বয়সি মার্কিন নাগরিক হাসান ফারূক আলী৷ ছবিতে তাঁকে সবসময়ই ডাকা হয়েছে ‘ব্যারি' বলে৷ কারণ, বারাক ওবামাকে তাঁর স্কুলের সহপাঠিরা এই নামেই ডাকতো৷

আলীর জীবনও শুরু হয়েছে ওবামার মতই৷ জন্ম অ্যামেরিকায়৷ বাবা-মা ভিন্ন দু'টি দেশের৷ অ্যামেরিকা থেকে তারা এসেছেন ইন্দোনেশিয়ায়৷ সেখানেই তারা বসবাস করছেন৷ ওবামা ছেলেবেলায় ইন্দোনেশিয়ার ভাষা এবং ইংরেজি – দুটি ভাষাতেই অনর্গল কথা বলতে পারতেন৷ আলীও এর ব্যতিক্রম নয়৷

ছবিটির দৈর্ঘ্য ১০০ মিনিট৷ তৈরি করতে খরচ হয়েছে এক মিলিয়ন ডলার৷ আগামী নভেম্বর মাসে বারাক ওবামা ইন্দোনেশিয়া সফরে আসবেন৷ সহপরিচালক, ডেমিয়েন বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা যদি এই ছবিটি দেখেন তাহলে, কিছুক্ষণের জন্য হলেও তিনি হারিয়ে যাবেন তাঁর শৈশবে৷' আন্তর্জাতিকভাবে ছবিটি সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক