1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার ভারত সফরে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়

৪ নভেম্বর ২০১০

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ঐতিহাসিক ভারত সফরের প্রথম পর্বে মুম্বাই পৌঁছোবেন ৬ই নভেম্বর শনিবার সকালে৷ দ্বিতীয় পর্বে নতুনদিল্লিতে রবিবার ৭ই নভেম্বর৷ তাঁর নিরাপত্তার জন্য এলাহি বন্দোবস্ত৷ নিরাপত্তা বলয় থাকবে স্থল

https://p.dw.com/p/PyOY
আবারো কথা হবে দুই নেতারছবি: AP

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরকালে তাঁর নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে সরকার ও নিরাপত্তা এজেন্সিগুলির কালঘাম ছুটে যাচ্ছে৷ তার ওপর বাড়তি চাপ দেওয়ালি উৎসব৷ মার্কিন গোয়েন্দা বিভাগ গত তিন সপ্তাহ ধরে দফায় দফায় ওবামার গন্তব্য জায়গাগুলি নিরীক্ষণ করে যাচ্ছে৷

আজ মুম্বাইতে হয় এরই ফুল রিহার্সাল৷ যোগ দেয় মার্কিন সিক্রেট সার্ভিস, ভারতের গোয়েন্দা সংস্থা, নৌ ও বিমান বাহিনী৷ থাকে মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোল স্টাফ৷ মুম্বাই-এর উপকূলভাগ পাহারায় থাকে নৌবাহিনী এবং আকাশপথে বিমানবাহিনীর জেট ও হেলিকপ্টার৷ ওবামা উঠবেন মুম্বাই-এর তাজমহল হোটেলে৷ উল্লেখ্য, এই হোটেলই ২৬/১১-এর সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল৷ ৬০৪ কামরার এই হোটেলের পুরোটাই রিজার্ভ করা হয়েছে ওবামার জন্য৷ নিরাপত্তার কারণে হোটেলের ৭০ শতাংশ স্টাফকে সবেতন ছুটি দেয়া হয়েছে৷

BdT Indische Soldaten proben für die Feierlichkeiten zum Republic Day am 26. Januar
ছবি: AP

প্রেসিডেন্ট ওবামাকে ঘিরে থাকবে নিরাপত্তার চারটি বলয়৷ প্রথমে প্রেসিডেন্টের নিজস্ব দেহরক্ষী৷তারপর মার্কিন সিক্রেট সার্ভিস ও ভারতীয় গোয়েন্দা সংস্থা৷ তৃতীয় বলয়ে থাকবে এনএসজির কমান্ডো এবং চতুর্থ বলয়ে দিল্লি পুলিশ৷ পাশাপাশি থাকছে মার্কিন প্রেসিডেন্টের নিয়ম মাফিক নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাপনা৷ সেজন্য আসছে ১৮টি মার্কিন সামরিক বিমানে হেলিকপ্টার, সাজোঁয়া গাড়ি, যোগাযোগ সাজসরঞ্জাম ও সিকিউরিটির লোকজন৷

প্রেসিডেন্ট ওবামা দিল্লিতে উঠবেন মৌর্য শেরাটনে৷ পুরো হোটেল রিজার্ভ৷ বেশির ভাগ হোটেল স্টাফের সবেতন ছুটি৷ দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগৎ ডয়েচে ভেলেকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের জন্য যে-রকম নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার তার সবকিছু করা হয়েছে৷ তবে গোপনীয়তার স্বার্থে বিস্তারিত বলা যাবেনা৷

মৌর্য শেরাটনের চারপাশের রাস্তা একদিন আগে থেকেই সীল করা হবে৷ হোটেলের সামনে পাহাড়ি ঝোপঝাড়ে লাগানো হয়েছে জোরালো আলো৷ আশপাশের বহুতল বিল্ডিংগুলিতে থাকবে নিশানাবাজ বন্দুকধারীরা৷ থাকবে আকাশপথে বাড়তি নজরদারির জন্য চালকবিহীন বিমান৷ ওবামার এয়ার ফোর্স-ওয়ান বিমান নামার ঠিকআগে সীল করা থাকবে বিমানবন্দরের আকাশপথ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক