ওবামার শুরু ‘হ্যালো বার্লিন’ দিয়ে | পাঠক ভাবনা | DW | 21.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ওবামার শুরু ‘হ্যালো বার্লিন’ দিয়ে

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২৪ ঘণ্টার বার্লিন সফর শেষ করে ফিরে যাবার আগেই তাঁর এই সফর নিয়ে জার্মান সংবাদপত্রগুলিতে যে ধরনের মন্তব্য ও ভাষ্য প্রকাশিত হয়েছে৷

U.S. President Barack Obama gestures as he gives a speech in front of the Brandenburg Gate in Berlin June 19, 2013. Obama's first presidential visit to Berlin comes nearly 50 years to the day after John F. Kennedy landed in a divided Berlin at the height of the Cold War and told encircled westerners in the city Ich bin ein Berliner, a powerful signal that America would stand by them. REUTERS/Wolfgang Rattay (GERMANY - Tags: POLITICS)

Obama in Berlin Rede Brandenburger Tor

সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম আপনাদের পাতা থেকে এই প্রতিবেদনটি পড়ে৷

‘হ্যালো বার্লিন' দিয়ে শুরু করে ওবামা তাঁর ভাষণে যদিও বন্ধুত্বের বার্তা এবং বিশ্বে শান্তি ও স্বাধীনতা আনার লক্ষ্যে পশ্চিমা দেশগুলির উদ্দেশ্যে আবেদন রেখেছেন, উল্লেখ করেছেন বার্লিন প্রাচীরের কথা, তবুও জার্মান সংবাদপত্রের মন্তব্য দেখে মনে হতেই পারে যে ওবামার এই সফরে জার্মানরা খুব একটা আবেগাপ্লুত হতে পারেনি৷

জার্মানি সম্প্রীতি ও সহযোগিতার প্রেক্ষাপটে ওবামার এই সফরের গুরুত্বকে কোনো অংশেই খাটো করে দেখা যাবে না, এই আমার বিশ্বাস৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে জানিয়েছেন তাঁর মতামত৷

- অনেক ধন্যবাদ ভাই সুভাষ চক্রবর্তী, প্রতিদিন আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে মতামত জানানোর জন্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন