1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামা আবার গেলেন তেল বিপর্যয় দেখতে

২৯ মে ২০১০

বিপি’র ‘‘টপ কিল’’ প্রক্রিয়া চলেছে, কিন্তু তা’তে কূপ থেকে তেল বের হওয়া বন্ধ হবে কিনা, তা রবিবারের আগে জানা যাবে না৷ ওবামার সংহতি দেখানো ছাড়া করার কিছু নেই৷

https://p.dw.com/p/NcfF
পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন ওবামাছবি: AP

সব মার্কিন টিভি সংস্থাগুলি সে ছবি দেখিয়েছে: তেল-দূষিত সৈকতে প্রেসিডেন্ট বারাক ওবামা, লুইজিনিয়া রাজ্যের দক্ষিণে গ্র্যান্ড আইল্যান্ডে প্রেসিডেন্ট ওবামা৷ সব ছবিরই বক্তব্য: প্রেসিডেন্ট তেল বিপর্যয় নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন৷ কেননা মার্কিনিদের অর্ধেকের বেশী ঠিক এই ক্ষেত্রেই ওবামার তৎপরতা সম্পর্কে সন্দেহ রাখে৷ তাদের ধারণা যে, ওবামা ব্যাপারটাকে গুরুত্ব দিতে বড় গড়িমসি করেছেন৷ গ্র্যান্ড আইল্যান্ডে দাঁড়িয়ে ওবামা তার উত্তর দিলেন, ‘‘আমি উপসাগরীয় উপকুলের মানুষদের বলছি, আমি তাদের বলতে এসেছি যে, তারা একা নয়৷ আমরা তাদের একা ফেলে রাখব না৷ এই সব ক্যামেরা কখনো না কখনো উধাও হবে, কিন্তু আমরা তাদের পাশে থাকব এবং একত্রে এই সঙ্কট পার হব৷''

ওদিকে তেলের কূপে লীকটা বোজানোর প্রচেষ্টায় এবার পুরনো গাড়ির টায়ারের টুকরো, পুরনো দড়িদড়া, গাছি ইত্যাদি ফুটোগুলিতে ঢোকানো হয়েছে, এবং তা অংশত সফল হয়েছে বলে জানিয়েছেন বিপি প্রধান টোনি হেওয়ার্ড, ‘‘ব্লোআউট প্রিভেন্টার ভালভ এবং সমুদ্রপৃষ্ঠে চাপ মেপে দেখা গেছে যে, ও'সবের কিছু কিছু নলে আটকে রয়েছে৷ এটা একটা ভালো খবর৷ ''

তবুও হেওয়ার্ড এযাবৎ সাফল্যের সম্ভাবনাকে ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে রাখছেন, এবং বলছেন যে, চূড়ান্ত মূ্ল্যায়নের জন্য আরো ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে৷ তবে কূপের মুখে আবর্জ্জনা ঠেলে ঢোকানোর পর পরবর্তী পর্যায়ে আবার ড্রিলিং মাড বা কর্দ্দম পাম্প করা হবে, বলে হেওয়ার্ড জানান৷ বর্তমানে নলের ছিদ্রগুলি থেকে এই কর্দ্দমই নির্গত হচ্ছে, তেল নয়, বলে তাঁর ধারণা৷

কিন্তু সব সত্ত্বেও এটা যে পরিবেশের পক্ষে একটি বিপর্যয়, তা হেওয়ার্ড ইতিমধ্যে নিজেই স্বীকার করেছেন৷ সরকারি বিবৃতি অনুযায়ী প্রতিদিন ৩০ লক্ষ লিটারের বেশী কাঁচাতেল সাগরের জলে গিয়ে পড়ছে৷ তেলের দূষণ লুইজিয়ানা এবং এ্যালাবামার উপকুলে পৌঁছেছে৷ অয়েল স্লিক নামধারী তেলের ভাসন্ত গালিচা ২৫০ কিলোমিটার সৌকতভূমি জুড়ে তটে ভেসে উঠছে৷ এর একাংশ আবার পরিবেশের দৃষ্টিকোণ থেকে অতীব গুরুত্বপূর্ণ জলাভূমি এলাকা৷ ১,০০০ কিলোমিটার ভাসন্ত প্লাস্টিকের বেড়া দিয়ে তেল আটকানো হচ্ছে, ওবামা আরো দেবার প্রতিশ্রুতি দিয়েছেন৷ ২০,০০০ মানুষ এই পরিবেশ বিপর্যয় রোধে নিযুক্ত৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক