1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওভাল ম্যাচে দুর্নীতির প্রমাণ নেই: আইসিসি

১৩ অক্টোবর ২০১০

১৭ই সেপ্টেম্বর ওভালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তৃতীয় ওয়ান ডে ম্যাচে কোনো খেলোয়াড় বা কর্মী দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন, এমন অভিযোগের তদন্ত করে কোনো প্রমাণ পায় নি আইসিসি৷

https://p.dw.com/p/PdNv
আগস্টে ওভালে অনুষ্ঠিত ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যেকার একটি খেলাছবি: picture-alliance/empics

পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজকে ঘিরে যে কেলেঙ্কারির ঝড় উঠেছে, তার সঙ্গে এই ম্যাচের কোনো সম্পর্ক নেই৷ ব্রিটেনের ‘সান' সংবাদপত্র দাবি করেছিল, যে ম্যাচ শুরু হওয়ার আগেই তাদের কাছে পাকিস্তানের ইনিংস সম্পর্কে আগাম তথ্য এসে গিয়েছিল এবং ম্যাচেও ঠিক তেমনভাবেই রান করা হয়েছে৷ শুধু তাই নয়, যথাসময়ে ক্রিকেট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর তারাও আগাম পাওয়া তথ্যের সঙ্গে ম্যাচের গতি-প্রকৃতির উপর লক্ষ্য রাখতে পেরেছিলেন৷ তবে ‘সান' জানিয়েছিল, গোটা ম্যাচের ফলাফল আগেভাগে স্থির করার কোনো চেষ্টা করা হয় নি৷ দুবাইয়ের এক ‘ম্যাচ ফিক্সার'এর সঙ্গে নতুন দিল্লির এক জুয়ার দালালের টেলিফোন সংলাপের ভিত্তিতে তারা এই খবর পেয়েছিল৷

এই সব অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ তদন্তের কাজ শেষ করে বুধবার এই রায় দিয়েছে৷ তা সত্ত্বেও ভবিষ্যতে ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধ করতে আইসিসি'র প্রস্তাব অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন নিয়ম চালু করতে রাজি হয়েছে৷ উল্লেখ্য, ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে পাকিস্তান ক্রিকেট দলের সলমন বাট, মহম্মদ আসিফ ও মহম্মদ আমীরকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক