1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওমিক্রন: জার্মানিতে নতুন কোভিডবিধি

২২ ডিসেম্বর ২০২১

ক্রিসমাসের পরেই নতুন করোনাবিধি চালু হবে জার্মানিতে। জানিয়ে দিলেন চ্যান্সেলর।

https://p.dw.com/p/44fy4
ক্রিসমাস
ছবি: Frank Rumpenhorst/dpa/picture alliance

সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন। মঙ্গলবার জার্মানির নতুন চ্যান্সেলর ওলফ শলৎস স্পষ্ট করে দিলেন, নেদারল্যান্ডসের মতো লকডাউন না হলেও, কড়া বিধি চালু হবে জার্মানিতে। ভ্যাকসিন নেয়া থাকলে বা করোনা থেকে সেরে উঠলেও ছাড় পাওয়া যাবে না। মানতে হবে করোনাবিধি।

নতুন বিধি

জার্মান প্রশাসন জানিয়েছে, দশ জনের বেশি এক জায়গায় জমায়েত করতে পারবেন না। যারা এক জায়গায় হবেন, তাদের সকলের অন্তত দুইটি টিকার ডোজ থাকতে হবে। অথবা প্রমাণ করতে হবে যে তিনি সদ্য করোনা থেকে সেরে উঠেছেন। ভ্যাকসিন না থাকলে এক জায়গায় দুইজনের বেশি থাকতে পারবেন না। পরিবার ছাড়া অন্য কারো সঙ্গেটিকাহীন ব্যক্তি দেখা করতে পারবেন না।

খেলার জন্য স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম খোলা থাকবে, কিন্তু সেখানে দর্শক থাকতে পারবে না। খসড়া প্রস্তাবে কম দর্শকের কথা বলা হয়েছিল। বন্ধ থাকবে সমস্ত ক্লাব। বন্ধ থাকবে বর্ষবরণের পার্টি।

চ্যান্সেলর জানিয়েছেন, 'যত দ্রুত করোনা থেকে মুক্তি পাওয়ার কথা আমরা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি সময় লাগছে। সকলকে সহযোগিতা করতে হবে।' ক্রিসমাসে ছাড় দিলেও নতুন বছরের আগেই এই নতুন বিধি চালু হবে বলে জানা গেছে। বস্তুত, ২৮ ডিসেম্বরের মধ্যে তা চালু হবে বলে প্রশাসনের সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে।

এসজি/জিএইচ (ডিপিএ, রয়টার্স)