1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওসাকা এশীয় চলচ্চিত্র উৎসবে বাংলা ছবি ‘তখন তেইশ’

৪ ফেব্রুয়ারি ২০১১

ফেসবুক প্রতিষ্ঠার গল্প নিয়ে তৈরি ছবি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ গোল্ডেন গ্লোব জয়ের পর এবার সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক নিয়ে তৈরি বাংলা ছবি যাচ্ছে ওসাকা এশীয় চলচ্চিত্র উৎসবে৷ ছবির নাম ‘তখন তেইশ’৷

https://p.dw.com/p/10ASn
Computer, monitor, Logo, Internet, Networks, Xing, Facebook, MySpace, ওসাকা, এশীয়, চলচ্চিত্র, উৎসব, বাংলা, ছবি, ‘তখন তেইশ’
ছবি: picture alliance/dpa

৫ থেকে ১৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ওসাকা চলচ্চিত্র উৎসব৷ এবারের উৎসবে ব্যাপক সাফল্যের স্বপ্ন নিয়ে হাজির হচ্ছে ভারতীয় তরুণ পরিচালক অতনু ঘোষের ছবি ‘তখন তেইশ'৷ নগর সভ্যতায় বেড়ে ওঠা ইন্টারনেট পাগল তরুণ প্রজন্মের মনোজগতের বিশ্লেষণ করা হয়েছে এই বাংলা ছবিতে৷ ছবির পটভূমি সম্পর্কে পরিচালক ঘোষ জানান, ‘‘ছবিটির অন্যতম প্রধান চরিত্র শ্রীপর্ণা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বয়সের অনেক মানুষকে বন্ধু বানায়৷ এরপর এসব বন্ধুদের ভালো, খারাপ, মজাদার এবং অদ্ভুত - এই চার শ্রেণীতে ভাগ করে সে৷''

কাহিনীর অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে তমোদীপের ২৩ বছর বয়সের নানা ঘটনা৷ সেসময় তার জগতের প্রায় সবটুকু জুড়ে ছিল ফেসবুক বন্ধু শ্রীপর্ণা আর মোহিনীর মতো নারী চরিত্রগুলো৷ কল্পনা, আবেগ এবং রোমান্টিসিজম ঘিরে গড়ে উঠেছে ‘তখন তেইশ' ছবিটির অবয়ব৷ অতীত, বর্তমান আর ভবিষ্যৎ - সময়ের এই তিনটি ধাপে সীমানাবিহীন বিচরণ দেখা গেছে ঘোষের এই ছবিতে৷ তবে মূল ঘটনার ধারা বেশ সোজা সাপ্টা, বললেন ঘোষ৷

যাহোক, অতনু ঘোষের প্রথম ফিল্ম ‘অংশুমানের ছবি'৷ বেস্ট ডেবু ফিল্ম হিসেবে ‘অরবিন্দম পুরস্কারম' পেয়েছিল তাঁর প্রথম সৃষ্টি৷ ঘোষ তৃতীয় ছবিতে নিয়ে আসছেন একটি প্রেম কাহিনী৷ হলিউডের ছবি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক' ছবিটির সাথে তাঁর ‘তখন তেইশ' এর বিষয়গত কিছুটা সাদৃশ্য কাকতালীয় বলে উল্লেখ করেন তিনি৷ তাছাড়া ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তরুণ প্রজন্মের বিচরণ এবং ‘সম্পর্ক' নিয়ে তাদের নতুন দৃষ্টিভঙ্গি উঠে এসেছে ঘোষের এই দ্বিতীয় ছবিতে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী