1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ান ডে ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরি করলেন তেন্ডুলকর

২৪ ফেব্রুয়ারি ২০১০

এর আগে কেউ কখনো কোনো আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করতে পারেন নি৷ গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বুধবার শচিন তেন্ডুলকর এই অসাধ্য সাধন করলেন৷

https://p.dw.com/p/MA6q
ক্রিকেটের ইতিহাসে চিরকালের জন্য নিজের স্থান করে নিয়েছেন তেন্ডুলকরছবি: AP

ম্যাচের শেষ ওভারে ১৯৯ রান করার পর চারি লাঙেফেল্ট-এর বলে শচিন একটি রান করতেই ২০০-র মাত্রা ছুঁয়ে ফেলেন৷ এর কিছুক্ষণ আগেই তিনি ১৯৪ রানের রেকর্ড ভেঙে দিয়েছিলেন৷ পাকিস্তানের সাঈদ আনওয়ার ও জিম্বাবওয়ের চার্লস কভেন্ট্রি যৌথভাবে এই রেকর্ডের অধিকারি ছিলেন৷ তেন্ডুলকর নিজেও ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ১৮৬ রান করেছিলেন৷ ৩ উইকেট হারিয়ে মোট ৪০১ রান করে ভারতের জয় হয়েছে৷ প্রথমে ৩৭ বলে ৫০, তারপর ৯০ বলে ১০০ এবং সবশেষে ১৪০তম বলে ২০০-র মাত্রা ছুঁলেন শচিন৷

ইতিমধ্যেই শচিনের ঝুলিতে একাধিক রেকর্ড জমা হয়েছে৷ ওয়ান ডে ক্রিকেট ও টেস্ট ম্যাচে সর্বোচ্চ রানসংখ্যা ও সবচেয়ে বেশী সংখ্যক সেঞ্চুরির জন্য তিনি ক্রিকেটের ইতিহাসে স্থান করে নিয়েছেন৷ ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং উচ্ছ্বসিত হয়ে তেন্ডুলকরকে অভিনন্দন জানিয়েছেন৷ এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, যে তেন্ডুলকরের এই সাফল্যে ভারতের সব মানুষ গর্ব বোধ করছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক