1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ওয়াল স্ট্রিট’ এর চিকিৎসা এগোচ্ছে

৮ অক্টোবর ২০১০

অস্কার বিজয়ী হলিউড অভিনেতা মাইকেল ডগলাস তাঁর গলার ক্যান্সার নিরাময় চিকিৎসায় অনেকটা এগিয়েছেন৷ আট সপ্তাহব্যাপী তেজস্ক্রিয় ও কেমোথেরাপী নেওয়া শেষ করেছেন তিনি৷ পিপল ম্যাগাজিনকে এই তথ্য দিয়েছেন তাঁর একজন প্রচারণা কর্মী৷

https://p.dw.com/p/PYv9
স্ত্রী জোন্সের সঙ্গে মাইকেল ডগলাসছবি: AP

৬৬ বছর বয়সি এই অভিনেতা চলতি সপ্তাহে আরো একটি চিকিৎসা শুরু করবেন৷ তাঁর প্রচারণা কর্মী এ্যালেন বারি এই তথ্য দিয়ে বলেন, ‘‘এবং তারপরে আর কোনো চিকিৎসার কর্মসূচি নেই৷'' বারি বলেন, কেমোথেরাপী শেষ হওয়ায় সত্যিই তিনি খুব সুখী৷

‘‘ওয়াল স্ট্রিট'' খ্যাত এই স্টার তাঁর গলার ক্যান্সারের কথা অগাস্টে ঘোষণা করেন৷ তিনি বলেন, স্টেজ ফোরের এই ক্যান্সার নিরাময় সম্ভব বলে তাঁর ডাক্তাররা আশা প্রকাশ করেছেন৷ বারি বলেন, চেকআপের পাশাপাশি রিকভারি পিরিয়ড বা আরোগ্যের জন্যে মাইকেল ডগলাসের ছয় সপ্তাহের সময় প্রয়োজন৷

মাইকেল ডগলাস ‘‘ওয়াল স্ট্রিট'' চলচ্চিত্রে অভিনয়ের জন্যে ১৯৮৭ সালে অস্কার পান৷ তাঁর স্ত্রী প্রখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ক্যাথেরিন জেটা জোন্স৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক