1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এমার্জিং এক্সপ্লোরার' ওয়াসফিয়া

১৬ মে ২০১৬

প্রথম বাংলাদেশি হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন ওয়াসফিয়া নাজরীন৷ এবার আরো একটি আন্তর্জাতিক সম্মাননা পেয়ে গর্বিত করলেন বিশ্বের নারীদের৷ ভূষিত হলেন ন্যাশনাল জিওগ্রাফিকের ‘এমার্জিং এক্সপ্লোরার' অ্যাওয়ার্ডে৷

https://p.dw.com/p/1IobR
ওয়াসফিয়া নাজরীনের ফেসবুক পেজের স্ক্রিনশট

‘ফ্রাইডে দ্য থার্টিন্থ'-কে যে যা-ই বলুক না কেন, ১৩ই মে শুক্রবার বাংলাদেশের জন্য বয়ে আনলো আনন্দবার্তা৷

ন্যাশনাল জিওগ্রাফিক তাদের ওয়েবসাইটের মাধ্যমে এ খবরটি প্রচার করতেই খুশির জোয়ার বয়ে গেল সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

বছর দুয়েক আগে ওয়াসফিয়া ‘টেড টক'-এ যে বক্তব্য রেখেছিলেন, সেটা দেখার, শোনার জন্যও মহা ব্যস্ত হয়ে পড়ল মানুষ, কারণ তিনিই প্রথম নারী, যিনি একসঙ্গে ‘ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চার' ও ‘এমার্জিং এক্সপ্লোরার' – এই দু'টি সম্মানে ভূষিত হলেন৷

ন্যাশনাল জিওগ্রাফিক জানাচ্ছে, আগামী জুন মাসে ওয়াশিংটন ডিসিতে তাদের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে ১০ম বার্ষিক এক্সপ্লোরার'স সম্মেলন৷ সংগঠনটির সমস্ত বিজ্ঞানী, ফটোগ্রাফার, প্রতিবেদকরা সে সময় একত্রিত হবেন, তুলে ধরবেন নতুন নতুন আবিষ্কার, দুঃসাহসিক কাজ৷ আর সেখানেই ‘এক্সপ্লোরার উইক'-এ আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে ওয়াসফিয়াকে৷

সপ্তাহব্যাপী এই আয়োজন চলাকালে নানারকম কার্যক্রমের মধ্য থাকবে ‘ইউজার ভোটিং'-এর মাধ্যমে একজন এক্সপ্লোরারকে নির্বাচিত করার সুযোগও৷ এর জন্য ন্যাশনাল জিওগ্রাফির অনলাইন পেজে ভোট দেওয়া যাবে ৬ই জুন ২০১৬ পর্যন্ত৷ তাই ভোট দিতে ভুলবেন না, কেমন?

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য